[বেদ যজ্ঞ করে মা দুর্গার তেজে তোমরা বলীয়বান হও।]
মাতৃ তেজে তোমাদের জন্ম। একটা বটগাছের বিচি
পুঁতে দিলে, সেই হাজার হাজার বিচি থেকে একটা বটগাছ হয়। সেই বটগাছে আবার হাজার
হাজার বট-বিচি হয়। সেই হাজার হাজার বিচি পুঁতে দাও, তার থেকে যে গাছ বেরবে তাতে
আবার লক্ষ লক্ষ বিচি জন্মাবে। সেই রূপ তোমাদের ভিতরে যে মাতৃ তেজ আছে তার চিন্তাকে
বুনে দাও, তখন দেখবে এক মাতৃ চিন্তা যা সূর্যের থেকেও উজ্জ্বল তা থেকে তোমাদের
মধ্যে শত শত মা দুর্গার তেজ সূর্যের ন্যায় উজ্জ্বল রূপে স্থির হয়ে গেছে। আবার শত
সূর্য তেজকে তোমাদের মধ্যে বুনে দাও তা থেকে লক্ষ লক্ষ সূর্য তেজ হয়ে যাবে। এভাবেই
তোমরা মাতৃ তেজে অসীম শক্তির অধিকারী হবে। তোমাদের মনের চঞ্চলতা থাকা সত্ত্বেও
তোমরা যেটুকু মাতৃ তেজের চিন্তা করে বেদ যজ্ঞ করবে, তাতেই বেদ সূর্যকে দেখতে পাবে।
তাতেও তোমাদের মনের তেজ মা দুর্গার তেজের সাথে মিলিত হয়ে আলাদা একটা শক্তি লাভ
করবে, তাতেও কাজ হবে ও শান্তি লাভ করবে নবমীর শুভলগ্নে নব জীবন লাভ করে। জয় মা
দুর্গা।