[ বেদ যজ্ঞ করে জেনে নাও বাইরের চোখ দিয়ে বাইরের জগতকে দেখা যায় আর মানস
চোখ দিয়ে বিচার করতে হয়।]
যার মানস চোখ ফুটে নি তার বিচার শক্তি অন্তরে
কোথা থেকে আসবে? শ্রী, বৃদ্ধি, মান- যশ- খ্যাতি, ধন-দৌলত ইত্যাদি দেখেই আমরা
বাইরের জগতের বিচার করি – মানুষের মুল্যায়ণ করি। তাই আমরা কেউ শ্মশানে- মশানে
ভ্রমণরত শিবকে কিছুতেই চিনতে পারি না। কেউ চিন্তা করার সময় পায় না—কাকে সুখী করার
জন্যে, কার হাসি মুখ দেখার জন্যে, কাকে রাজ ঐশ্বর্যে বিত্তশালী করার জন্যে, কাদের
শিক্ষিত করে সমাজে গন্য-মান্য ব্যক্তি করার জন্যে, কাকে সকলের চেয়ে শক্তিশালী করে
গড়ে তোলার জন্যে এ সংসারে মানুষ গাধার মতো পরিশ্রম করে চলেছেন? একবার ভেবে দেখেছেন
কি তারা আপনার কে? সত্যিকারের কি আপনি তাদের সুখী করতে পেরেছেন? সত্যিকরে চিন্তা
করে দেখুন তো আপনি কি তাদের জন্যে কিছু করতে পেরেছেন? ভাল করে চিন্তা করে দেখবেন
আপনার জীবন কিভাবে বিষয় চিন্তা ও তার জ্ঞানে বিসাক্ত হয়ে পড়েছে আপনার মুল্যবান
জীবন। এই বিষয় চিন্তা ও তার জ্ঞানের ঊর্ধ্বে কি আপনি মুহূর্তের জন্যেও নিজেকে
মুক্ত করে নিজের আত্মার সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ দেখেছেন? ওঁ শান্তিঃ
শান্তিঃ শান্তিঃ।




