[বেদ যজ্ঞ করে জেনে নাও তোমরা সবায় এক মন- প্রাণ ও আত্মা থেকে সৃষ্টি হচ্ছো
তাই তোমরা কেউ একে অপরের থেকে আলাদা নও।]
তোমরা সবায় এই ঈশ্বরের মন- প্রাণ ও আত্মা
থেকে আগেও সৃষ্টি হয়েছো এখনো সবায় সৃষ্টি হয়ে চলেছো। এই মহাসত্য জেনে নিজের মন-
প্রাণ ও আত্মাকে অন্যের মন –প্রাণ ও আত্মার সাথে যুক্ত করে এক হয়ে যাও- তাহলেই
প্রেমে আর কোন দিন বিচ্ছেদ ঘটবে না। আর যতদিন তোমরা নিজের মন –প্রাণ ও আত্মাকে একে
অপরের সাথে যুক্ত না করতে পারবে ততদিন তোমরা বিচ্ছেদের সুর থেকে মুক্ত হয়ে সমতা বা
সাম্যের সুরের বাঁশি বাজাতে পারবে না। কেবল প্রেমের অভিনয় করে যাবে কিন্তু প্রেমের
স্বাদ শত শত জন্মেও লাভ করতে পারবে না। তোমাদের ঈশ্বর নিজের মন- প্রাণ ও আত্মাকে সবার
মন- প্রাণ ও আত্মার সাথে যুক্ত রেখে সমতার
বা সাম্যের সুরের বাঁশি বাজিয়ে সবায়কে আকর্ষণ করে চলেছেন নিজ অন্তরে ধরে রাখার
জন্যে। কিন্তু তোমরা তাঁরই দেওয়া মন- প্রাণ ও আত্মাকে তাঁর সাথে যুক্ত করে তাঁর
সাথে এক হয়ে থাকতে পারছো না--- তাই তোমরা ভেদ দর্শন করে কেবল প্রেমের বিচ্ছেদের
বাঁশির সুরে তাল মিলিয়ে কেবল বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি করে পৃথিবীর বুকে সব
ব্যাপারে কেবল অশান্তিকে ডেকে আনছো। তোমরা ছেলে- মেয়ে কেউ আলাদা উপাদান দিয়ে তৈরি
হও নি--- সবায় তোমরা এক মন-প্রাণ ও আত্মা থেকে উৎপন্ন হয়ে চলেছো- তাই সেই পবিত্র
মন- প্রাণ আত্মাকে একে অপরের সাথে যুক্ত করে আগে বিচ্ছিন্নতাবাদ যা তোমাদের অন্তরে
কাজ করে চলেছে তাকে নির্মূল কর—তবেই তোমরা ঈশ্বরের প্রেমের বাঁশির সুর শুনতে পাবে
ও সেই বাঁশির সুর শুনে আর তোমরা কেউ তাঁর থেকে আলাদা হয়ে থাকতে পারবে না। তাঁর
প্রেমের অমৃত রস পান করে তোমরা সবায় অমৃতের সন্তান হয়ে এক প্রেমের জগতে মহানন্দে
অবস্থান করবে। ওঁ শান্তি শান্তি শান্তি।


