Home » » বেদ যজ্ঞ করে নিজ নিজ রাজ্য- রাজধানী- দুর্গ সুরক্ষিত রাখো

বেদ যজ্ঞ করে নিজ নিজ রাজ্য- রাজধানী- দুর্গ সুরক্ষিত রাখো

[ বেদ যজ্ঞ করে নিজ নিজ রাজ্য- রাজধানী- দুর্গ সুরক্ষিত রাখো।]
যে কোন পরিবারকে একটা রাজ্য বলা বলা হয়। এই পরিবারের স্বামী হচ্ছে রাজা ও স্ত্রী হচ্ছে মন্ত্রী। বাকী সকলেই হচ্ছে রাজার বন্ধু বা সুহৃদ। এই রাজ্য পরিচালনার জন্যে উপযুক্ত বন্ধু যেমন প্রয়োজন তেমনি অর্থের প্রয়োজন। অর্থ –সম্পদ বিহীন রাজা- মন্ত্রীর কোন দাম নাই। এই অর্থ না থাকলে তাঁর অধীনে কোন বন্ধু থাকবে না। বন্ধু না থাকলে তার রাজ্য বা রাষ্ট্র শক্তিহীন হয়ে পড়বে – দুর্গে ফাটল দেখা দিবে। তাই রাজাংগ বলতে স্বামী স্ত্রী বন্ধু অর্থ রাষ্ট্র বা গৃহ দুর্গ ও শক্তির সমন্বয় সাধন একান্ত প্রয়োজন। প্রতিটি পরিবার রাষ্ট্রের একটি ক্ষুদ্র রূপ—তাই রাষ্ট্রকে শক্তিশালী করে তুলতে গেলে রাষ্ট্র নেতাদের প্রতিটি পরিবারকে রাষ্ট্রের নিয়মে গড়ে তুলতে হবে। বেদ যজ্ঞবিহীন কোন রাষ্ট্রের রাজা- মন্ত্রী- বন্ধু বা প্রজা- অর্থ – রাষ্ট্র বা দেশ- দুর্গ ও রাষ্ট্রের শক্তি অটুট থাকতে পারে না। বেদ যজ্ঞই হচ্ছে প্রতিটি মানুস- পরিবার- রাজ্য- রাষ্ট্রের প্রাণশক্তি ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide