Home » » বেদ যজ্ঞ করে দীর্ঘ জীবন লাভের সহজ পথ জেনে নাও

বেদ যজ্ঞ করে দীর্ঘ জীবন লাভের সহজ পথ জেনে নাও

[ বেদ যজ্ঞ করে দীর্ঘ জীবন লাভের সহজ পথ জেনে নাও।]
তোমাদের জীবন কবে শুরু হয়েছে ও কবে কোথায় শেষ হবে, তা জানার শক্তি কারো নেই। একটা জীবন শেষ হবে, আর একটা নূতন জীবন পেয়ে যাবে। পুরানো জীবনের কথা কিছুতেই স্মরণে আনতে পারবে না, আমি মনে করিয়ে না দিলে। আমার কাছে তোমাদের জীবনের ছবি সব ক্যাসেট করা আছে। সেগুলি দেখলে তখন সব মনে পড়ে যাবে আমার নিকট থেকে স্মৃতিশক্তি লাভ করে। তোমরা সবাই দীর্ঘ জীবন অতিবাহিত করেই এই পৃথিবীতে আছো। কিন্তু তোমাদের দীর্ঘ জীবনের স্মৃতি খেয়ালে নেই। যদি থাকতো তবে কেউ বাঁচার জন্য সংগ্রাম করতো না। সবায় সংগ্রাম করতো বেঁচে থেকে জ্ঞান লাভ করার জন্যে। তোমরা ভাবছো আমি নিরাকার, আমি কোন দেহে অবস্থান করি না--- তোমাদের ভাবনা সব ভুল। তোমারাই নিরাকার ছিলে, আমি তোমাদের আকার দান করেছি। এই চলার পথ হচ্ছে তোমাদের জীবন। পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে তোমরা বিশ্রাম নাওবিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়। ঘুম থেকে উঠে যে জীবন পাও- তাকেই তোমরা ভাবো নূতন জীবন, সেই জীবন পেয়ে আবার পথ চলা শুরু কর। এই চলা কবে শুরু করেছো ও কবে শেষ হবে, তার হদিশ খুঁজে পাবে না। যেদিন আমি ডাক দিব সেদিন ছুটে আসতে বাধ্য হবে আমার কাছে। তারপর শুরু হবে আমার আদালতে সবার বিচার। দীর্ঘপথ পরিক্রমা করে কে কি লাভ করে এনেছে তা আমাকে দেখিয়ে পুরষ্কার না হয় তিরস্কার নিয়ে আবার জীবন পথ শুরু করতে হবে।
আমি তোমাদেরকে এই পৃথিবীর বুকেই সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ নিয়ে বেঁচে থাকার সমস্ত উপকরণ ও জ্ঞান দান করেছি। তোমাদের দেহে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার দান করেছি, সেগুলির সদ্ব্যবহার করে তোমরা নিজেকে জানো তাহলেই তোমার হৃদয় মন্দিরের আত্মা পদ্মফুলের ন্যায় সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় হয়ে ফুটে উঠবে জ্ঞানের আলোক নিয়ে। পৃথিবীর বুক থেকে তোমার সৌরভ মুছে যাবে না তুমি অন্য লোকে গিয়ে রাজত্ব করলেও এটা কি তোমার দীর্ঘ জীবন নয়? আমি অনন্ত জীবনের অধিকারী, তাই আমার পুত্রও অনন্ত জীবনের অধিকারী। তোমরা আমার পুত্র হয়ে যোগ্যতা অর্জন কর নিশ্চয় সহজে অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠবে।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide