Home » » পবিত্র বেদ যজ্ঞে অংশ গ্রহণ করে রাজা হয়ে শান্তির জীবন যাপনের সহজ পথ জেনে নাও

পবিত্র বেদ যজ্ঞে অংশ গ্রহণ করে রাজা হয়ে শান্তির জীবন যাপনের সহজ পথ জেনে নাও

[পবিত্র বেদ যজ্ঞে অংশ গ্রহণ করে রাজা হয়ে শান্তির জীবন যাপনের সহজ পথ জেনে নাও।]
আমার রাজত্বে আমি সবাইকে রাজা করে পাঠাই। সকলকে নির্দেশ দিই রাজা হয়ে শান্তির জীবন যাপন করার জন্যে। রাজা হয়ে কেউ যদি ভিখারীর অভিনয় করে, তবে তো সে জীবনে কোনদিন সুখ- শান্তি আশা করতে পারবে না। যার কামনা- বাসনা আছে সেই তো ভিখারী- সেই তো অজ্ঞানী- সেই তো দুর্বল । ভিখারী, অজ্ঞ ও দুর্বল মানুষের শান্তি কোথা থেকে আসবে? আমি তো কাউকে ভিখারী, অজ্ঞ ও দুর্বল করে সৃষ্টি করিনা। মানুষ নিজের দোষে নিজে পাপী হয়ে ভিখারী, অজ্ঞ ও দুর্বল হয়ে পড়ে রাজগুণ হারিয়ে ফেলে। তোমরা সবাই রাজগুণ পেয়েছো আমার নিকট থেকে স্বাভাবিক নিয়ম-নীতির পথ ধরে। তোমরা কেবল নিজের দেওয়া প্রতিশ্রুতি পালন করে জ্ঞানের পোশাক পরিধান কর দেখবে সমস্ত রাজগুণ তোমাদের হৃদয়ে জেগে উঠবে। তোমরা কেন জ্ঞানের রাজত্ব ত্যাগ করে কামনা –বাসনার রাজত্বে গিয়ে সবার কাছে হাত পেতে ভিক্ষা চাইবে? রাজ বিদ্যাকে নিজের আয়ত্বে নিয়ে এসো ও রাজা হয়ে শান্তির জগতে অবস্থান করার কৌশল আগে শিখে নাও—তারপর সংসার ধর্ম – রাজধর্ম – সন্ন্যাস ধর্ম পালন কর দেখবে কোন অশান্তি তোমাদের জীবনকে স্পর্শ করতে পারবে না।
    তোমরা সবাই সূর্যের ন্যায় রাজবিদ্যা শিক্ষার শক্তি নিয়ে পৃথিবীতে উৎপন্ন হচ্ছো। তোমাদের হৃদয়ে আমি ইচ্ছাশক্তি- ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তির বীজ বপন করে দিয়েছি। তোমরা এই তিনশক্তি বলে মনকে নিয়ন্ত্রণ করে আমার জ্ঞানবিজ্ঞানের ঘরে এসে আমার কাছে বিশ্বমানব শিক্ষায় দীক্ষা নিতে পারো সূর্যের ন্যায় শক্তি লাভ করার জন্যে। সূর্যকেও তোমরা শ্রেষ্ঠ বিশ্বমানব শিক্ষার কর্মী জানবে। তোমরা আমার কাছে রাজবিদ্যা যোগ শিক্ষা গ্রহণ করে পবিত্র সত্তা হয়ে উঠো, দেখবে তোমরা সকলে এক একটি শান্তির ঘর হয়ে উঠেছো এই ব্রহ্মাণ্ডের বুকে।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide