Home » » বেদ যজ্ঞ করে তোমরা সবায় মা দুর্গার শরণাপন্ন হও তিনিই তোমাদের ধর্মবুদ্ধি বৃদ্ধি করবেন।

বেদ যজ্ঞ করে তোমরা সবায় মা দুর্গার শরণাপন্ন হও তিনিই তোমাদের ধর্মবুদ্ধি বৃদ্ধি করবেন।


[ বেদ যজ্ঞ করে তোমরা সবায় মা দুর্গার শরণাপন্ন হও তিনিই তোমাদের ধর্মবুদ্ধি বৃদ্ধি করবেন।]
এই পৃথিবীতে যে সব জীব জন্তুর প্রাণ আছে তাদের সকলের বিষয় জ্ঞান আছে। বিষয় জ্ঞানে জীব জন্তুর থেকে মানুষের কোন ভেদ দেখা যায় না। আহার, নিদ্রা, ভয় ও মৈথুনাদির জ্ঞান পশু ও মানুষ উভয়েরই সমান। কেবল মানুষের ধর্মবুদ্ধি আছে, কিন্তু পশুদের মধ্যে তা পরিলক্ষিত হয় না। ধর্মহীন মানুষ পশুর সমান। বিষয় জ্ঞান নিয়ে যে মায়া- মমতা- প্রেম মানুষের অন্তরে দেখা যায় তা পশুদের মধ্যেও দেখা যায়। কারণ সবায় এখানে মহামায়ার মায়ায় আবদ্ধ—কেউ এই মায়ার বন্ধন থেকে মুক্ত নয়। দেবী ভগবতী মহামায়া বিবেকীগণেরও চিত্তসমূহ বলপূর্বক আকর্ষণ করে মোহাবৃত করেন ও তাঁকে ধর্মহীন পশুতে পরিণত করেন। এই অবস্থায় মানুষের একমাত্র পথ বেদ যজ্ঞ করে মা দুর্গার আশ্রয়ে নিজেকে আবদ্ধ করে রাখা। তিনি প্রসন্না হলে মানুষকে মুক্তিলাভের জন্যে অভীষ্ট বর প্রদান করেন ও মায়া অপসারণ করে  ধর্মবুদ্ধির  দ্বারা অন্তরে জ্ঞানের বাতি জ্বালিয়ে দেন। জয় মা দুর্গা।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide