Home » » বেদ যজ্ঞ করে তোমরা তোমাদের রথের সারথি নির্বাচন করে নাও তাহলেই আর পথভ্রষ্ট হবে না।

বেদ যজ্ঞ করে তোমরা তোমাদের রথের সারথি নির্বাচন করে নাও তাহলেই আর পথভ্রষ্ট হবে না।


[ বেদ যজ্ঞ করে তোমরা তোমাদের রথের সারথি নির্বাচন করে নাও তাহলেই আর পথভ্রষ্ট হবে না।]
সংগ্রাম তোমাদের করতেই হবে। এই সংগ্রাম না করলে কেউ জয়ী হতে পারবে না। আমরা কেন পথভ্রষ্ট হয়? এর মূল কারণ আমরা আমাদের রথের সারথী নির্বাচনে ভুল করি। যদি আমরা আমাদের অন্তরের ঈশ্বরকে সারথী করে সংগ্রাম ক্ষেত্রে যুদ্ধ শুরু করি তবে কিছুতেই আমাদের পথভ্রষ্ট হবার ভয় থাকে না। অর্জুন সর্বগুণে গুণী ছিলেন- তবুও তিনি ঈশ্বরকেই নিজের রথের সারথী নির্বাচন করে সংগ্রামমঞ্চে অবতীর্ণ হয়েছিলেন তা আমরা জানি—আমরা যদি অর্জুনের এক ঈশ্বরকে আমাদের দেহরথের সারথী করে সংগ্রাম শুরু করি তবে আমাদের কোন চিন্তা থাকবে না। আগেই বিজয় জেনে আমরা এগিয়ে যেতে পারবো। তাই বেদ যজ্ঞ করে তোমরা তোমাদের দেহ রথের সারথী স্বয়ং ঈশ্বরকেই করবে তাহলে সংগ্রামে চিন্তা ভাবনা থাকবে না।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide