Home » » বেদ যজ্ঞ করে আজ ভারতের স্বাধীনতা দিবসে সকলকে মানুষের মন নিয়ে মানুষ হবার জন্যে ডাক দাও।

বেদ যজ্ঞ করে আজ ভারতের স্বাধীনতা দিবসে সকলকে মানুষের মন নিয়ে মানুষ হবার জন্যে ডাক দাও।




[বেদ যজ্ঞ করে আজ ভারতের স্বাধীনতা দিবসে সকলকে মানুষের মন নিয়ে মানুষ হবার জন্যে ডাক দাও।
স্বাধীন করেছো মোদের এবার মানুষ করিয়া দাও মা।
চিরকল্যাণ পথে আমাদেরে হাতে ধরে তুমি নাও মা।।
ধ্রুব, নচিকেতা, মদালসা, সীতা তোমারি কৃপায় জনমিলা যেথা,
শত মহাবীর জনমিবে সেথা তুমি যদি ফিরে চাও মা।।
ঊর্ধ্ব গগনে উড়াল যাঁহারা নব ভারতের জয় নিশান।
তাঁদের মহান ত্যাগের কণিকা জীবনে মোদের কর মা দান।।
নাহি জাগে যদি মোদের জীবন, স্বাধীনতা শুধু হবে বিড়ম্বন,
দাও মা মোদের মানুষের মন, চরণে শরণ দাও মা।। ভারত মাতা কি জয়।।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide