Home » » বেদ যজ্ঞ করে জেনে নাও সনাতন ধর্ম বা বেদের ধর্ম বলতে কি বুঝায় ?

বেদ যজ্ঞ করে জেনে নাও সনাতন ধর্ম বা বেদের ধর্ম বলতে কি বুঝায় ?

[  বেদ যজ্ঞ করে জেনে নাও সনাতন ধর্ম বা বেদের ধর্ম বলতে কি বুঝায়?]
বেদের যে ধর্ম, তা হিন্দু, মুসলমান, জৈন, বোদ্ধ, খ্রীষ্টান ইত্যাদি কোনও ধর্ম নয়।সেটা হচ্ছে সনাতন ধর্ম অর্থাৎ নিত্য ধর্ম যা প্রথম থেকে আছে। শেষ পর্যন্ত থাকবে। এই সনাতন ধর্ম হচ্ছে প্রকৃতির ধর্ম। জীবজগতের প্রতিটি জীবের যা ধর্ম সেটাই সনাতন ধর্ম। এই ধর্ম প্রকৃতি থেকে থেকে জাত। প্রকৃতি থেকে যে নিয়মে যে ধারাতে সৃষ্টি হয়ে আসছে—সেই নিয়মে আছে শুধু ‘একম অদ্বিতীয়ম’ অর্থাৎ এক ছাড়া দ্বিতীয় নাই। সবকিছু সেখানে সমসুরে, সমমাত্রায় বাঁধা। এক পৃথিবী, এক চন্দ্র সূর্য, আকাশ, বাতাসের মধ্যে জীবজগৎ নিয়মের Harmony তে কি সুন্দরভাবে একসুরে বাঁধা। ছোট বড় নির্বিশেষে প্রকৃতিজাত প্রতিটি বস্তুর উপর প্রকৃতির সমান নজর, সমদৃষ্টি। তবে প্রকৃতিজাত জীবের মধ্যে কেন থাকবে না সাম্যবাদের সুর? এই যে প্রকৃতিগত বেদভিত্তিক বা জ্ঞানভিত্তিক সাম্যবাদ এই সাম্যবাদই জীবের একমাত্র অস্ত্র বা ধর্ম। এই ধর্মকেই অবলম্বন করে সবাই টিকে আছে ও থাকবে। এই ধর্মকেই ধারণ করে মানুষ পরম সত্যকে জেনে ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে চলেছে।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide