Home » » বেদ যজ্ঞ করে জেনে নাও কর্মই ধর্ম এ জগতে জ্ঞানীদের কাছে

বেদ যজ্ঞ করে জেনে নাও কর্মই ধর্ম এ জগতে জ্ঞানীদের কাছে

[ বেদ যজ্ঞ করে জেনে নাও কর্মই –ধর্মই এ জগতে জ্ঞানীদের কাছে]
দেহ ক্ষেত কিষান মন বুদ্ধিমানের কাছে। পাপপুণ্য দুটি বীজ এই দেহে আছে।।
যে যে বীজ রোপণ করবে সেই বৃক্ষ হবে। সেই বৃক্ষের ফল সময়ে সে পাবে।।
সাংসারিক মোহে লিপ্ত থেকে যারা প্রেম দেখায়।তারা সেই প্রেমে লিপ্ত থেকে আগুনে পুড়ে হয় ছায়।।
কাম ক্রোধ লোভ মোহ ছেড়ে যারা প্রেম দেখায়। তারা সদগুরুর উপদেশ পেয়ে প্রেমে জীবন বিতায়।।
অজ্ঞানীরা মিথ্যা বিষয়- আশয় নিয়ে জীবন কাটায়। তারা সংসারের সুন্দর রূপ দেখতে না পায়।।
লোহার শক্ত বন্ধনে তারা নিজেকে বেঁধে ফেলে। সেই বন্ধন-ই তাদের গলার ফাঁসি হয় মরণকালে।
চন্দন গাছে আগুন লেগেছে দেখেও পাখী আছে বসে।তাদেখে চন্দন  গাছ পাখীকে উপদেশ দিল হেসে।।
তোমার ডানা আছে তাও তুমি পুড়ে মরতে চাও। হায়-রে মোহ মরার আগেও এজ্ঞান না পাও।।
এ জগতে নিজের থেকে বড় শত্রু আর কে আছে। সবায় মরছে নিজেই নিজের শত্রুতা করে নিজের কাছে।।
নিজে ভাল হয়ে গেলে আর কেউ শত্রু না থাকবে। অলি –গলিতে তখন সকলকে মিত্র রূপে দেখবে।।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide