Home » » বেদ যজ্ঞ করে নিজের হৃদয় মন্দিরের দেবতাকে জাগ্রত কর

বেদ যজ্ঞ করে নিজের হৃদয় মন্দিরের দেবতাকে জাগ্রত কর


[ বেদ যজ্ঞ করে নিজের হৃদয় মন্দিরের দেবতাকে জাগ্রত কর।]
বেদের মূল কথা সর্বং খলু ইদং ব্রহ্ম—আমার ভিতর যিনি আছেন, তিনিই ঘটে ঘটে নানা মূর্তিতে বিরাজ করছেন। মানব জীবনের এই মুল্যবোধ, এই মানবতাবাদ, এই সর্বভূতে সমত্ববোধ এবং এই সার্বজনীন প্রেমই  হল বেদ যজ্ঞের মহত্তম বার্তা। এই পবিত্র সত্তাকে বাইরে খুঁজতে গেলে বা অন্য কোথাও খুঁজতে গেলে পাওয়া যায় না--- জড়জগতের কোনও মূর্তি প্রতীক মতপথ তীর্থ দেববিগ্রহ শাস্ত্র গুরু ইত্যাদিতে তাঁর সন্ধান মেলে না। তাঁকে প্রথমে খুঁজে পেতে হয় নিজেরই হৃদয় –গুহায়--- এটাই হল বেদের চিরন্তন সত্য বাণী সবার জন্যে। এই যে নিজের অন্তরের গুহায় তাঁর উপস্থিতির অনুভুতি লাভ একমাত্র বেদ যজ্ঞের মাধ্যমেই মানুষকে করতে হয়--- যখন এই অনুভুতি লাভ হয় তখন নিজের চেতনা চৈতন্যে উত্তীর্ণ হয়।  এই সময় বাইরের মূর্তি প্রতীক শাস্ত্র গুরু থেকে শুরু করে জীবজগতের সবকিছু প্রাণময় ইষ্টময় চৈতন্যময় ও আনন্দময় বলে বোধ হয়। সোহহম –অহং ব্রহ্মাস্মি ইত্যাদি থেকে সর্বং খল্বিদং ব্রহ্ম—এই প্রত্যয়ে উত্তরণ এভাবেই ঘটে। হরি ওঁ তৎ সৎ   

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide