Home » » [ বেদ যজ্ঞ করে ত্যাগের দ্বারা ভোগ করতে শিখো চিরশান্তিতে বাস করতে পারবে।]

[ বেদ যজ্ঞ করে ত্যাগের দ্বারা ভোগ করতে শিখো চিরশান্তিতে বাস করতে পারবে।]



[ বেদ যজ্ঞ করে ত্যাগের দ্বারা ভোগ করতে শিখো চিরশান্তিতে বাস করতে পারবে।]
আমাদেরকে বেদের যুগের মুনি ঋষিরা শিক্ষা দিয়েছেন—ত্যাগের মধ্য দিয়ে ভোগ করতে হয়। অধিকার আয়ত্ত করে বিষয় বস্তু ইত্যাদি যথার্থ ভোগ করা যায় না—স্থূল ভোগ হয়—যা ক্রমবর্ধমান অশান্তির আগুনের দিকে মানুষকে নিয়ে যায়। তাই ত্যাগের মধ্য দিয়ে ভোগ চিত্তপ্রশান্তিকারক—চিরআনন্দদায়কতাই বলা হয়-- যে ত্যাগ করতে জানে না সে ভোগ করতেও জানে না।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide