[ বেদ যজ্ঞ করে অজ –অমর আত্মার ধ্যান করে অমরত্ব লাভ কর।]
আমরা বেদ যজ্ঞ না করার ফলে নিজের আত্মার
ধ্যান করে তাঁকে জাগাবার কথা ভুলে গেছি। তাই আমাদের মাথায় যত রাজ্যের ভুত আশ্রয়
গ্রহন করার সুযোগ নিয়ে চলেছে ও আমরা সত্য থেকে প্রতিনিয়ত বিচ্যুত হয়ে পড়ছি। অজ অজর
অমর আত্মার ধ্যান করলে- তার সঙ্গ করলে, মানুষ মৃত্যু ভয় জয় করে অমরত্ব লাভ করে।
তাঁর অন্তরে দৃঢ় প্রত্যয় জন্মে—সে নিজে এক আত্মা ছাড়া কিছু নয় এবং সে পরমাত্মা-
পরব্রহ্ম- পরমেশ্বর থেকে অভিন্ন। এই অমরত্বের বীজ নিয়ে সবার জন্ম – এই কৌশল সবায়কে
বেদ যজ্ঞ করে জেনে নিয়েই অমরত্ব লাভ করতে হয়। বেদ যজ্ঞ করে শাশ্বত জীবনকে জানতে
একটি টুকরো শিকলখন্ডরূপে জেনে, সেই অখণ্ড জীবন- শিকলের সঙ্গে একাত্ম ও বিশাত্ম হলে—সেই
অখণ্ডতাবোধ স্থান কাল পাত্রের সীমা ছাড়িয়ে আমাদের অমর ও অমৃতময় করে। তাই আমাদের
সবার প্রার্থনা ---- অসৎ হইতে মোরে সৎ পথে নাও। জ্ঞানের আলোক জ্বেলে আঁধার ঘুচাও।।
মরণের ভয় যাক অমর করো। দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো।। হরি ওঁ তৎ সৎ ।