Home » » বেদ যজ্ঞ করে সর্বভূতে সমদৃষ্টি ও প্রেমের অনন্য কৌশল সকলকে শিক্ষা দাও

বেদ যজ্ঞ করে সর্বভূতে সমদৃষ্টি ও প্রেমের অনন্য কৌশল সকলকে শিক্ষা দাও


[ বেদ যজ্ঞ করে সর্বভূতে সমদৃষ্টি ও প্রেমের অনন্য কৌশল সকলকে শিক্ষা দাও।]
আমাদেরকে বেদ যজ্ঞ করেই পবিত্র হয়ে থাকতে হবে এই প্রেমের জগতে। বেদ থেকেই আমরা শিক্ষা পেয়েছি – সর্বং খলু ইদং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি—এই দুনিয়ার যা কিছু দেখছি সবই তো আমারই ভিন্ন ভিন্ন মূর্তি; সুতরাং কাকে বাদ দেব—কাকে অবহেলা করে ঘৃণা করবো; কাকে দ্বেষ –হিংসা করবো, আমরা কাকে না ভালবেসে পারবো? তাই তো স্বামী বিবেকানন্দ বেদ যজ্ঞ করতে গিয়ে বিশ্ববাসীর উদ্দ্যেশে বললেন—শুন বলি মরমের কথা – জেনেছি জীবনে সত্য সার—তরঙ্গ আকুল ভবঘোর এক তরী করে পারাবার—মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান—ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন।। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়—মন প্রাণ শরীর অর্পণ কর সখে সে সবার পায়—বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুজিছো ঈশ্বর—জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর।। হরি ওঁ তৎ সৎ ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide