[বেদ যজ্ঞের মাধ্যমে সত্যকে দর্শন করার সাধনায় লেগে
থাকো।]
সত্যং জ্ঞানং অনন্তম
ব্রহ্ম—সত্য জ্ঞানই হচ্ছেন অনন্তব্যাপী ব্রহ্ম বা ঈশ্বর যা আমাদের হৃদয় গুহায়
জ্যোতির্ময় অবস্থায় অবস্থান করে বেদ যজ্ঞ করে চলেছেন। এই সত্যকে জানার জন্যই
আমাদের জীবন। তাই সত্যে লেগে থাকলেই সত্যকে জানা যায়—আর এই সত্য থেকেই সত্যে
অধিষ্ঠান করার প্রেরণা ও শক্তি লাভ করা যায়। সত্যেন লভ্যঃ তপস্যা হি এষ আত্মা—এই
সত্যের উপর আত্মা অবস্থান করছেন পরমাত্মার সাথে যুক্ত হয়ে – তপস্যা দ্বারা এই
সত্যকে জেনে নিজ আত্মাকে উদ্ধার করতে হয় সাধকে। সত্যমেব জয়তে—সত্যের জয় সর্ব ঘটে ও পটে আমরা অবশেষে দেখতে পায়। তাই -------- সত্যকে
সুন্দর রূপে করিলে প্রকাশ—জীবনে কখনো কেউ হবে না নিরাশ—সত্যই জীবন সত্য এর দুই নাই—জীবনে
চলার পথে প্রিয় সাথী তাই।