Home » » বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা সসীম থেকে অসীমের দিকে যাত্রা কর

বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা সসীম থেকে অসীমের দিকে যাত্রা কর



[ বেদ যজ্ঞের মাধ্যমে তোমরা সসীম থেকে অসীমের দিকে যাত্রা কর।]
যা ভূমা অর্থাৎ সর্বাধিক শ্রেষ্ঠ তার দিকেই তোমরা এগিয়ে চলো। সেই দিকেই তোমদের জন্যে সর্বাধিক সুখ ও আনন্দ অপেক্ষা করছে। অল্পে অর্থাৎ সসীম কোন কিছুতেই স্থায়ী সুখ নাই। তোমাদের সর্বাধিক সুখ শ্রেষ্ঠত্বের মধ্যেই রয়েছে। তাই বেদ যজ্ঞের ন্যায় শ্রেষ্ঠ কর্ম ছেড়ে তোমরা কোন কিছুতেই সুখ বা আনন্দ খুঁজে পাবে না। সসীম কিছুতে সুখ বা আনন্দ খুঁজতে দিয়ে কেবল তোমরা দুঃখকেই বরণ করবে। তাই বেদ যজ্ঞ করে সেই সর্বাধিক শ্রেষ্ঠত্বকেই তোমরা জানবার জন্য সংগ্রাম বা চেষ্টা চালাও। এই বেদ যজ্ঞের মধ্যেই তোমাদের জীবনের শ্রেষ্ঠত্ব – সুখ – আনন্দ লুকিয়ে আছে।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide