Home » » বেদ যজ্ঞ করে নিজ আত্মাকে পবিত্র সত্তারূপে জেনে পরমাত্মার সাথে যুক্ত হয়ে মুক্ত হও ।

বেদ যজ্ঞ করে নিজ আত্মাকে পবিত্র সত্তারূপে জেনে পরমাত্মার সাথে যুক্ত হয়ে মুক্ত হও ।

[ বেদ যজ্ঞ করে নিজ আত্মাকে পবিত্র সত্তারূপে জেনে পরমাত্মার সাথে যুক্ত হয়ে মুক্ত হও।
যিনি নিত্য বস্তু, চেতন, সর্বশক্তিমান, সর্বাধার পরমাত্মা-- তিনি তো একাই সবার সাথে যুক্ত থেকে নিত্য চেতন জীবাত্মার কর্মফল ভোগের বিধান দান করেন। আমাকে সেই পরমাত্মা জেনে আমার বৈচিত্র্যময় জগতের দিকে দৃষ্টি স্থির কর এবং আমি কিভাবে জীবসমূদয়ের জন্য তাদের কর্মানুসারে ফলভোগের ব্যবস্থা করেছি তা বিচার করে জ্ঞান লাভ কর। আমি সবার জন্যে দুটি সাধন মার্গ ধারণ করে আছি। একটি জ্ঞানযোগ অপরটি কর্মযোগ। এই মার্গের সাথেই ভক্তি বা প্রেম যুক্ত রয়েছেমানুষকে আমি আমার নির্দেশিত পথে কর্ম করার মাধ্যম দিয়ে জ্ঞান লাভ করে মুক্ত হতে বলেছি। অতএব প্রত্যেক মানুষের উচিত নিজ নিজ রুচি ও যোগ্যতা অনুসারে জ্ঞানলাভের পথে এগিয়ে যাওয়া ও নিজের মুক্তির পথ স্থির করে নেওয়া। আমি সবার সাথে যুক্ত আছি জেনে কেবল আমার জন্যে কর্ম করলে সেই কর্মে কোন দোষ থাকবে না ও সেই কর্মফল মানুষকে স্পর্শ করবে না—এই ভাবে কর্মযোগে স্থির থেকে অন্তরের বেদ খোলার জন্যে সাধনা করলেই জ্ঞানযোগে স্থির থাকা যায়—ও মুক্তির পথ খুলে যায়।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide