[বেদ যজ্ঞ করে মানব সত্তার মুক্তির সহজ পথ জেনে নাও।]
সবার চিন্তায় মগ্ন থাকো যে – আমি দেহধারী
মানব সত্তা নই। এই দেহ আমার নয় এবং এই দেহও আমার জন্যে নয়। আমি সদায় দেহ থেকে
মুক্ত। আরও চিন্তা কর—আমি কে? আমি কেবল মাত্র আত্মা। জন্ম মৃত্যু আমার এই দেহের
সাথে যুক্ত কিন্তু আমার আত্মার সাথে এদের কোন সম্পর্ক নাই। আমার এই আত্মার বয়সের
হিসাব নেই কারণ এর কবে শুরু ও কবে শেষ তার কোন হিসাব নেই। অতএব এই আত্মার বয়সের
কোন শুরুর দিন বা শেষের দিন আমরা পাব না। আমাদের এই আত্মা নব সৃষ্টির দিনেও ছিল
এবং মহাপ্রলয়ের শেষ দিনেও থাকবে—অতএব আমরা সবায় ছিলাম – আছি ও থাকবো চিরকাল এটাই
সত্য। সদায় চিন্তা করতে শিখো—আমরা সবায় আত্মা হয়ে পরমাত্মার সাথে যুক্ত--- এই
পরমাত্মায় প্রেম আমাদের শেষ কথা ও সেটাই আমাদের একমাত্র কাম্য বিষয় বস্তু। তাঁর
প্রতি নিষ্কাম প্রেমই হচ্ছে আমাদের মুক্তির পথ। যখন আমাদের অন্তরে সেই প্রেম জেগে
উঠে তখনি আমাদের জীবন সার্থক হয়ে উঠে – এই প্রেম জেগে উঠলেই আমরা নিরাকার হয়ে যায়
ও আমাদের পরমাত্মা সাকার হয়ে যান—এই অবস্থায় আমাদের আর কিছুই করার থাকে না –প্রেম
প্রেম এই ধন নিয়ে সর্বলোকে ভ্রমণ করায় হয়ে উঠে এই আত্মার কাজ পরমাত্মার লীলা সঙ্গী
হয়ে। এই অবস্থায় হচ্ছে মানব সত্তার মুক্ত অবস্থা ।