[ বেদ যজ্ঞ করে তোমরা নেতা নির্বাচনের সঠিক পথ খুঁজে বের করো।]
জাত- পাত –ধর্ম – সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে
যে কেবল আমার জ্ঞান-বিজ্ঞানের ঘরের সাথে যুক্ত থেকে সবার মঙ্গল কামনা করে ও
প্রতিশ্রুতি রক্ষা করে কর্তব্য কর্ম করে সেই হচ্ছে তোমাদের প্রকৃত নেতা। তারা
নিজেকে সহজে প্রকাশ করতে চায় না, প্রচারের আলোতে আসতে চায় না, কিন্তু যদি তোমরা
তাদের খুঁজে বের করে নেতার আসনে বসাতে পারো তাহলে জানবে যে নেতাজীর ভূমিকায়
অবতীর্ণ হয়ে দেশের সকলের মঙ্গল ঘটাতে পারবে অদ্ভুত শক্তিবলে। তোমাদের মধ্যেই
লুকিয়ে আছে তোমাদের নেতাজী। কাকে তোমরা নেতাজী বানাবে আগে খোঁজ করে তার দেবত্ব গুণ
গুলির পরীক্ষা করে নাও। দেখবে সেই মানুষটা তোমাদের নেওয়া সমস্ত পরীক্ষায় অতি সহজে
উত্তীর্ণ হয়ে নেতাজীর সমস্ত গুণের পরিচয় দিচ্ছে। নেতাজী ছাড়া গ্রাম, শহর, জেলা,
রাজ্য ও দেশের নেতৃত্ব অন্যের হাতে তুলে দিলে সবকিছু ছন্নছাড়া করে দিবে শয়তানের
দল। যারা আমার জ্ঞানে জ্ঞানী নয়, তারা তো শয়তানী বুদ্ধির আশ্রয়ে থেকে কেবল নিজের
অহংকার দেখাবে ও নিজের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তির পিছনে ছুটবে। তাই সর্বাগ্রে
তোমরা দেশের ও দশের স্বার্থে দেশপ্রমিক নেতাজীকে আগে খোঁজ করো, দেখো তোমাদের
মধ্যেই সে লুকিয়ে আছে সম্ভাব্য সমস্ত প্রকার গুণ নিয়ে। তার আত্মপ্রকাশ ঘটলেই
নেতাজীতে দেশ ছেয়ে যাবে, আর তোমাদের কোন কিছুর অভাব থাকবে না। দেশের সম্পদ
দেশবাসীর হাতে পড়ে তার প্রতিনিয়ত উন্নতি ঘটতে থাকবে আমার জ্ঞান-বিজ্ঞানের
শক্তিবলে।
তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করবে। প্রতিটি দেশে গণতন্ত্র
চলবে। গণতন্ত্র মানে কেবল নেতা- মন্ত্রীর স্বাধীনতা নয়। যারা নেতা নির্বাচন করবে
তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে দেশের জনগণের উন্নতি করার দেশপ্রেমিক হয়ে। নেতা-
মন্ত্রী নিজের বেকারত্ব মোচন করবে কিন্তু যারা তাদের নির্বাচিত করবে তাদের
বেকারত্ব মোচনের ব্যবস্থা করবে না সেটা কোন গণতান্ত্রিক পদ্ধতি নয়। যুবশক্তির অপচয়
রোধ করে দেশের সার্বিক উন্নয়ণ ঘটানোর কৌশল হচ্ছে গণতন্ত্র। গণতান্ত্রিক দেশে সকল
মানুষ হবে দেশপ্রেমিক, সকল মানুষ হবে শ্রদ্ধাশীল ও সৎকর্মশীল সুনাগরিক।
তোমরা সর্বত্র বিশ্বমানব শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলে নিজ
নিজ দেশে দেশপ্রেমিক, কর্মযোগী সৎকর্মশীল ও শ্রদ্ধাশীল মানুষ গড়ে তোলার পরিকল্পনা
গ্রহণ করো দেখবে তোমরা প্রতিটি দেশে হাজার হাজার নেতাজী পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েত
থেকে রাষ্ট্র পরিচালনার জন্যে। তোমাদের নেতা নির্বাচনের জন্যে দেশের কোটি কোটি
টাকা আর অপচয় করতে হবে না।