[বেদ যজ্ঞ করে তোমরা স্বর্গীয় ধনে ধনী হও।]
বেদ যজ্ঞের গুরুত্ব সকলে বুঝতে পারবে না।
যাদের অন্তঃকরণ খোলা নয় তারা এই যজ্ঞের কথা শুনেও শুনতে পাবে না। আর যাদের
অন্তঃকরণ খুলে গেছে তারা সর্বস্ব বিক্রয় করেও স্বর্গের সেই মহামূল্যবান মুক্তা
ক্রয় করবে। এই মুক্তা একবার হাতে চলে এলে এই পৃথিবীর সমস্ত সম্পদ তার কাছে তুচ্ছ
হয়ে যায়। এই স্বর্গীয় মুক্তার খোঁজ কে জানে? যে এই মুক্তার খোঁজ জানে তার কাছে
গিয়ে সর্বস্ব দিয়েও তা ক্রয় করে ধনী হও। এই মুক্তা হাতে থাকলে অন্তঃকরণে কুচিন্তা,
নরহত্যার চিন্তা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্যবৃত্তি, মিথ্যা সাক্ষ্য, নিন্দা থেকে
সদা মুক্ত হয়ে মহানন্দলোকে বিচরণ করবে রাজার রাজা হয়ে। অন্তরে প্রেমের সাগরে কত
জীব স্নান করে পবিত্র হয়ে মুক্তা কুরাবে তা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে--- এর শেষ
নেই – উৎপন্ন হতেই থাকবে মুক্তা এই প্রেমের সাগরে।