[ বেদ যজ্ঞ করে ক্রোধকে হোমাগ্নিতে নিক্ষেপ করে ঈশ্বরের মধুরভাব অন্তরে
ধারণ কর।]
যজ্ঞ বিহীন মানব জীবনের কোন মূল্য নাই। কাম-
ক্রোধ- লোভ এগুলিকে মানুষ সহজে ত্যাগ করতে পারে না। বেদ যজ্ঞ করে সত্যজ্ঞানী হয়ে
জ্ঞানের দ্বারা এদেরকে ছেদন করতে হয় অন্তর থেকে। যখনি মানুষ বেদ যজ্ঞের দ্বারা এই
অশুভ শক্তিগুলিকে অন্তর থেকে ছেদন করবে তখনি অন্তরে ঈশ্বরের মধুরভাব জাগরিত হবে
স্বাভাবিক নিয়মে। এই ভাব মানুষকে পরিবর্তনের দিকে নিয়ে যায়। অন্তরের কঠিন ভাবগুলি
ক্রোধ সঞ্চয় করে মানুষকে পাপ পথের দিকে ঠেলে দেয় --- কিন্তু মানুষ নিজের এই অপরিবর্তনশীল
চিত্তকে উপলব্ধি করতে পারে না অজ্ঞানের কারণে। তাই প্রত্যেক মানুষের উচিত বেদ যজ্ঞ
করে নিজের চিত্তকে সমাহিত করে মধুরভাবে জীবনকে ধরে রাখা। কেন আমি কাম- ক্রোধ- লোভ
সঞ্চয় করতে যাবো – এই চিন্তায় মানুষকে সেই পথ থেকে মুক্ত করবে ও ঈশ্বরের মধুরভাবে
তাকে স্থির রাখবে—এটাই বেদ যজ্ঞের গুরুত্ব মানব জীবনে।