Home » » বেদ যজ্ঞ করে তোমরা বুদ্ধিমান- জ্ঞানবান- ও শান্তিপ্রিয় মানুষ হয়ে সকলকে পথ দেখাও

বেদ যজ্ঞ করে তোমরা বুদ্ধিমান- জ্ঞানবান- ও শান্তিপ্রিয় মানুষ হয়ে সকলকে পথ দেখাও


ইতিপূর্বে তোমরা কেউ কোনদিন বেদ যজ্ঞ করো নি। তাই বেদ যজ্ঞের অমৃত রস পান করে কেউ তোমরা সদাচরণ দ্বারা নিজের বুদ্ধিমান- জ্ঞানবান ও শান্তিপ্রিয় রূপকে সবার জন্যে উন্মুক্ত করার সুযোগ পাওনি। তোমরা জ্ঞানের জগতে বিচরণ করেছো তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতাকে সাথে নিয়ে। যে জ্ঞান তোমাদের অন্তর্জগতে উপর থেকে আশীর্বাদ স্বরূপ নেমে আসে—সেই জ্ঞান- বুদ্ধি- শান্তিকে ধরে রাখার চেষ্টা চালাও নি। তাই সারা জীবন ধরে তোমাদেরকে ঈর্ষা ও প্রতিযোগিতার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে অস্থিরতা ও সমুদয় সামাজিক দুষ্কর্মকে সাথে নিয়েই চলতে হয়েছে। শান্তির আচরণ করে শান্তির বীজ বপন করতে গিয়েও তোমরা সর্বত্র ব্যর্থ হচ্ছো--- কারণ তোমরা গাছের গোড়ায় জল না ঢেলে ডাল পালায় জল ঢালছো। তাই তোমাদের অন্তরের যে বেদ বৃক্ষ তা আর ফল- ফুল- সৌরভে সুশোভিত হতে পারছে না। তোমরা সবায় বুদ্ধিমান- জ্ঞানবান ও শান্তিপ্রিয় মানুষ এতে কোন ভুল নাই—কেবল তোমরা অন্তর বেদ খুলে তোমাদের শুচিতা- শান্তি- দয়া- ক্ষমা ইত্যাদি গুণ যেগুলি উত্তম উত্তম ফলে পরিপূর্ণ তা তুলে নাও সেখান থেকে তাহলেই তোমরা বুদ্ধিমান- জ্ঞানবান ও শান্তিপ্রিয় বলে সর্বত্র বিবেচিত হবে।


Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide