Home » » বেদ যজ্ঞ করে সত্যকে জানো

বেদ যজ্ঞ করে সত্যকে জানো



[বেদ যজ্ঞ করে সত্য ক্রয় কর, বিক্রয় করিও না]
সত্যকে জানার জন্য যদি নিজেকে বিক্রি করতে হয় সেটাও মানুষের পক্ষে মঙ্গলজনক। সত্যই হচ্ছে জ্যোতিঃ, সত্যই হচ্ছে জ্ঞান, সত্যই হচ্ছে সুন্দর, সত্যই হচ্ছে ঈশ্বর। সত্যকে কেন তোমরা বিক্রি করে জীবন থেকে তাড়িয়ে দিচ্ছো? কেন লোভ-লালসার বশে সত্যকে বিক্রি করে সাময়িক সুখ সম্পদ লাভের দিকে এগিয়ে চলেছো? সত্যকে অধিক মুল্যে ক্রয় করে সঞ্চয় কর। সত্যকে সঞ্চয় না করতে পারলে তোমার জীবন দর্শন কি দিয়ে গড়বে? যা সত্য তাই প্রকাশ কর, নিজ স্বার্থ চরিতার্থ করার জন্যে সত্যকে মিথ্যার আবরণে ঢেকে ফেলো না। সাময়িক লাভের জন্য সত্যকে বিক্রি করে তোমরা অভিশাপ ক্রয় করছো ও ঈশ্বরের ক্রোধ বাড়িয়ে তুলছো। তোমাদেরকে ঈশ্বর সত্য উপাদান দিয়ে তৈরি করেছেন ও তোমাদের সৎ-সত্য-সুন্দর ও জ্যোতির্ময় রূপ দান করেছেন-একথা ভুলে যেও না। তোমরা যতই স্নান কর, পূজা কর, মন্দির, মসজিদে যাও কখনো পবিত্রতা লাভ করতে পারবে না সত্যকে বিক্রি করলে। সত্যের উপর দাঁড়িয়ে তোমাদের জ্ঞান সাগরে স্নান করে পবিত্র হতে হবে পূজা করার আগে। তোমরা মন্দির, মসজিদ, গির্জায় যাচ্ছো সত্যকে প্রতি পদে পদে বিক্রি করে অপবিত্র অবস্থায় তাঁর কাছে প্রার্থনা করতে ও সাহায্য চাইতে। কিভাবে তিনি অপবিত্র সত্তাকে স্পর্শ করবেন পবিত্র সত্তা হয়ে? তোমরা সত্যকে ক্রয় করতে না শিখলে কিছুই উপলব্ধি করতে পারবে না তাঁর রাজত্বে।তিনি তো বসে আছেন তোমার হৃদয় মন্দিরে পসার জমিয়ে সত্য বিক্রয় করার জন্যে। তিনি বার বার ডাকছেন তোমাকে সত্য ক্রয় করার জন্য। তোমরা কেউ তাঁর ডাকে সাড়া দিয়ে তাঁর দোকানে সত্য ক্রয় করতে যাচ্ছো না। তোমরা নিজেদের সত্য বিক্রয় করার জন্য এতই ব্যস্ত যে তাঁর সত্য ক্রয় করার সময় পর্যন্ত পাচ্ছো না। এই পৃথিবীতে এত খরিদদার কিন্তূ ঈশ্বরের দোকানে সত্য ক্রয় করার জন্য কেউ যাচ্ছে না – দেখে তিনি হতাশায় ভুগছেন আর মনে মনে ভাবছেন- কেন তিনি পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছিলেন?
Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide