[ বেদ যজ্ঞ করে অজ্ঞান ও পাপ থেকে মুক্ত হবার সহজ পথ জেনে নাও।]
অজ্ঞানের পোশাক পড়ে কেউ জ্ঞানী হতে পারে না।
জ্ঞানী না হলে কেউ পাপ থেকে মুক্ত হতেও পারে না। একমাত্র জ্ঞান অস্ত্র দ্বারা
পাপকে ছেদন করা যায় ও পাপ থেকে মুক্ত থাকা যায়। তাই তোমাদের অজ্ঞান থেকে মুক্তির
সহজ পথের কথা বলছি—তোমরা অজ্ঞানের পোশাক খুলে আমার হাতে দিয়ে দাও—আমি তোমাদেরকে
জ্ঞানের পোশাক পরিধানের জন্য দিয়ে দিচ্ছি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল জ্ঞানের
পোশাক পরিধান করিয়ে। তোমরা নিজেরাই নিজের অপরাধ ঢাকতে অজ্ঞানের পোশাক পড়েছিলে---
আমার বাক্য অমান্য করে। তোমরা চিন্তা করে দেখো প্রতিনিয়ত নিজেদের পাপ ঢাকতে কত
ভাবে অজ্ঞানের পোশাকে নিজেকে আবৃত করে রাখছো। আর কতকাল নিজের পাপকে ঢেকে রাখবে
অজ্ঞানের পোশাক দিয়ে? মিথ্যা এই আবরণ খুলে ফেলো – দেখবে সত্যের প্রকাশ ঘটবে এবং
জ্ঞানের পোশাক স্বাভাবিক নিয়মে তোমার সারা অঙ্গে শোভিত হবে।
তোমারা যেভাবে মিথ্যা ও পাপের পিছনে ছুটে অজ্ঞানের পোশাক পরিধান কর ঠিক
সেইভাবে একবার সত্য ও জ্ঞানের পিছনে ছুটতে শুরু কর, দেখবে আমি তোমাদের জন্যে
অপেক্ষা করছি জ্ঞানের পোশাক নিয়ে। এই জ্ঞানের পোশাক একবার পরিধান করে নাও তাহলে
দেখবে এই পৃথিবীর কোন পাপ ও অজ্ঞান তোমাদের স্পর্শ করতে পারবে না।
মনে
রেখো—এই জ্ঞানের পোশাক কেবল আমিই দান করতে পারি। বিশ্ব ব্রহ্মাণ্ডের দেব-দেবীরাও
এই জ্ঞানের পোশাকের জন্যে লালায়িত। তারাও তপস্যারত আমার আরাধনায় অজ্ঞানের পোশাক
দিয়ে জ্ঞানের পোশাক পাবার আশা নিয়ে।