Home » » বেদ যজ্ঞ করে মানব জীবনের উন্নতির সহজ পথ জেনে নাও

বেদ যজ্ঞ করে মানব জীবনের উন্নতির সহজ পথ জেনে নাও

[বেদ যজ্ঞ করে মানব জীবনের উন্নতির সহজ পথ জেনে নাও।]
  মানব জীবন বড় দুর্লভ জীবন। প্রত্যেক মানুষ রাজ মন নিয়ে পৃথিবীর বুকে উৎপন্ন হয়। তাই যে কোন মানুষ এই মনকে উন্নত করে পৃথিবীর রাজা হতে পারে। আবার মনকে সংকীর্ণ করতে করতে ভিখারী হয়ে যেতে পারে। মনের সাথেই সংগ্রাম করে মানুষকে বেঁচে থাকতে হয় ও জীবনের উন্নতি ঘটাতে হয়।
  যারা নিজ মনের অনুশীলন করে না তারা কিভাবে জীবনকে জানবে ও জীবনের উন্নতি করবে?
  আমি মানব আত্মার উন্নতির জন্যে তাদের হৃদয় মন্দিরে অবস্থান করি পূর্ণ ব্রহ্মরূপে। আমি নিজে বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশক্তির আধার। আমি নিজে বিশ্বব্রহ্মাণ্ডের সর্ব সম্পদের মালিক। আমি নিজে জ্ঞান-বিজ্ঞানের ঘর। আমি নিজে যার হৃদয়ে বাস করি তার কোন অভাব থাকতে পারে না কারণ আমি অভাব মুক্ত। আমাকে না জানার জন্য মানুষ আজ ভিখারী ও অজ্ঞ হয়ে পড়েছে। নিজেকে জেনে আমাকে জানো দেখবে তোমাদের সবদিকে উন্নতির পথ খুলে যাবে। তোমরা যদি রাজা হয়ে ভিখারীর অভিনয় কর, তবে কিভাবে রাজসম্পদের মালিক হবে?
  তোমরা ভিখারীকে ভিক্ষা দিয়ে রাজা বানাও, তারপর সেই ভিখারীর হাতে পায়ে ধর, আবেদন নিবেদন কর জীবনে উন্নতি করার জন্যে; এই পথে জীবনে কোনদিন উন্নতি করতে পারবে না।
  নিজেকে জেনে আমার প্রতি আস্থা রেখে তোমরা সিংহ বিক্রমে ময়দানে নেমে পড় জীবনে উন্নতি করার জন্যে, দেখবে উন্নতির সব দুয়ার খুলে যাবে। বাড়ীতে বসে অলসতায় জীবন কাটালে শক্তিহীন হয়ে পড়বে, জীবনের কোন স্বাদ উপলব্ধি করতে পারবে না। তোমরা পার্থিব জগতের উন্নতি চাও আর আত্মিক জগতের উন্নতি চাও সর্বক্ষেত্রে তোমাদেরকে সংগ্রামী হতে হবে। সংগ্রাম না করলে তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে না।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide