Home » » বেদ যজ্ঞ করে স্বর্গে বা জান্নাতে যাবার সহজ পথ আবিষ্কার কর সবার জন্যে

বেদ যজ্ঞ করে স্বর্গে বা জান্নাতে যাবার সহজ পথ আবিষ্কার কর সবার জন্যে

[বেদ যজ্ঞ করে স্বর্গে বা জান্নাতে যাবার সহজ পথ আবিষ্কার কর সবার জন্যে।]
যারা স্বর্গে বা জান্নাতে যাবার জন্যে দান করে, তীর্থস্থান ভ্রমণ করে, বা ভাল কাজ করে, তারা স্বর্গে বা জান্নাতে যাবার পথে কাঁটা নিক্ষেপ করে। আর যারা আমার নির্দেশ মান্য করে কেবল আমার সংসারে দাসত্ব করে তারা সেই স্বর্গে বা জান্নাতের পথের কাঁটা পরিষ্কার করে। তাহলে আমি কাদের স্বর্গে যাবার পথ দেখাই ও স্বর্গে নিয়ে যাই? স্বর্গে স্থান পায় এই পৃথিবীর সৎকর্মশীল বিশ্বমানব শিক্ষার কর্মীরা। বিশ্ববোধে জাগ্রত না হলে কেউ বিশ্বমানব শিক্ষার কর্মী হতে পারে না। সৎকর্মশীল কর্মযোগী সেই হতে পারে যে অবিনাশী আত্মাকে জেনে সদায় আমার সাথে যুক্ত থেকে আমার জ্ঞান-বিজ্ঞানের ঘরে বসে সকলের মঙ্গলের জন্য কাজ করে। আমাকে যতই ডাকো, আমার সাড়া পাবে না, যতক্ষণ না তুমি নিজ হৃদয়ে আমাকে জাগ্রত করতে পারবে ও তোমার হৃদয় মন্দিরকে আমার জ্ঞান বিজ্ঞানের ঘরের সাথে যুক্ত করতে পারবে। আমার জ্ঞান বিজ্ঞানের ঘরেই সব তীর্থস্থান অবস্থান করছে তা জেনে যারা তীর্থ ভ্রমণ করে তারা অতি সহজ পথে স্বর্গে পৌঁছে যায়। এ পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আমি, তা জেনে যারা অহংকার ত্যাগ করে আমার গচ্ছিত সম্পদ শুভকাজে দান করে বা খরচ করে তাদের জন্যে আমি স্বর্গের পথ খুলে দিই। নাম যশ, খ্যাতির পিছনে না ছুটে যারা কেবল নিজ অধিকার মতো সবার মঙ্গলের জন্য ভাল কাজ করে, তাদের জন্যও আমি স্বর্গে যাবার সহজ পথ করে দিই।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide