Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ -- ১২/ ১১/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ -- ১২/ ১১/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১২/ ১১/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদ যজ্ঞ করবে অর্থ লাভের জন্য নয়, পরমার্থ লাভের জন্য, তবেই সিদ্ধি লাভ করবে।]
মানব জনম অত্যন্ত দুর্লভ জনম। এই জনম লাভ করেও যে বেদ যজ্ঞ করে না তার মতো মূর্খ আর কে আছে? আর যারা বেদ যজ্ঞ পরায়ণ হয়েও কেবল অর্থের পিছনে ছুটে তাদের ন্যায় শোচনীয় ভুল কে করে? যতদিন দুর্লভ এই মানব জীবন বিদ্যমান, ততদিনই মানুষের পক্ষে পরমাত্মাকে লাভ করে তাঁর সাথে যুক্ত হয়ে মুক্ত হওয়া সম্ভব। মানব শরীর বিনাশ হয়ে গেলে আর এই সুযোগ আসে না। নিজের ভুলের জন্য পরমসম্পদকে হারিয়ে পুনঃ পুনঃ জন্ম- মৃত্যুর প্রবাহে ভেসে যেতে হয়। মানব জীবন ভিন্ন অন্যান্য জীবন কেবল কর্মফল ভোগের জন্যই হয়ে থাকে। সেসব দেহে জীব জন্ম নিয়ে পরমার্থ লাভের জন্য সাধনা করতে সমর্থ হয় না। মানব জীবন পাবার পর আবার যদি পশুর জীবন লাভ করতে হয় তবে এর থেকে অনুশোচনার আর কি থাকতে পারে? প্রতিটি প্রাণীর মধ্যেই পরমাত্মা পরব্রহ্ম রয়েছেন, এই মহাসত্য জেনে বুদ্ধিমান পুরুষ কেবল সর্বভূতে তাঁকেই দেখেন। এই দেখতে দেখতেই তিনি কখন তাঁর সাথে এক হয়ে মহাজ্যোতিঃ হয়ে চিরদিনের জন্য জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে অমর হয়ে যান তা নিজেও জানতে পারেন না। হরি ওঁ তৎ সৎ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide