Home » » বেদ যজ্ঞ করো সবে সত্যম শিবম সুন্দরম ওঁ নমঃ শিবায় এই মন্ত্র নিয়ে

বেদ যজ্ঞ করো সবে সত্যম শিবম সুন্দরম ওঁ নমঃ শিবায় এই মন্ত্র নিয়ে



[  বেদ যজ্ঞ করো সবে সত্যম শিবম সুন্দরম ওঁ নমঃ শিবায় এই মন্ত্র নিয়ে। ]
সত্যম শিবম সুন্দরম ওঁ নমঃ শিবায় এই মন্ত্র অন্তরে নিয়ে চলেছি সবায়।
এই মন্ত্র বুকে নিয়ে জেগে ওঠো আজ সব এক হয়ে মহাবিপ্লব আনিতে ধরায়।।
সৎ সত্য সুন্দর ও জ্যোতির্ময় রূপ ফুটে উঠবে আজি দেখো তাকিয়ে চারিদিকে।
সবায় ডাকবে তোমাদের দেবতার আসনে বসিয়ে ফুটে উঠবার জন্য দিকে দিকে।।
সব ভেদাভেদ মুছে যাবে সৎ সত্য সুন্দর ও জ্যোতির্ময় রূপ অন্তরে ফুটে উঠলে।
মহাজ্ঞানী হয়ে দেখবে সবায় দিকে দিকে নিজেকে এক সত্যের মহাকাশের কোলে।।
ধর্ম কর্ম জীবন এক হয়ে এক সুরে মিলে মিশে যাবে সেই সপ্ত লোকের ঘরে।
কেউ আর তখন নিজের ধর্ম বড় বা ছোট বলবে না কোন অজ্ঞানের পথ ধরে।।
যে নামেই ডাকুক না কেন ঈশরকে সাড়া পাবে দেখবে তারা তার ঘর থেকে।
নিজের অন্তরের দেবতাকে সবায় জাগিয়ে তুলবে একে অপরকে দেখে এক সাথে।।
সারা বিশ্বে সত্য, শান্তি, ঐক্য ও সাম্যের জয় গান গাইবে সব এই পথ ধরে।
হিংসা দ্বেষ দলাদলি থাকবে কোথাও এই বিশ্বমানব শিক্ষার মন্ত্র দিবে পথ করে।।
সব শব্দই মন্ত্র হয়ে ফুটে উঠবে সৎ সত্য সুন্দর ও জ্যোতির্ময় রূপ একবার পেলে।
সবায় তখন এক হয়ে এক ব্রহ্ম, আল্লা, গডকে দেখবেন তাদের জ্ঞানের মুলে।। 

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide