Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৬/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৬/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৬/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করলেই মানুষ শ্রীরামচন্দ্রের কৃপায় ভবরোগ বা জন্ম- মৃত্যুর বন্ধন রোগ থেকে মুক্তির অব্যর্থ ঔষধি পেয়ে যায়।]

বেদ যজ্ঞে অংশগ্রহণ না করলে যত বড়ই সাধক, সিদ্ধপুরুষ, জীবন্মুক্ত, উদাসীন, কবি, সাহিত্যিক, বিদ্বান, কর্মযোগী, জ্ঞানযোগী, সন্ন্যাসী, যোগী, শৌর্যবীর্যসম্পন্ন রাজা, বড় তপস্বী, ধর্মপরায়ণ, পণ্ডিত, বিজ্ঞানী—কেউই প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে পারেন না। আর তাঁর কৃপা না হলে কে ভবরোগ থেকে মুক্ত হবে? শ্রীরামচন্দ্র সর্বভূতে বিরাজমান হয়ে নিজের প্রভাবেই বেদযজ্ঞ করে চলেছেন, তাঁর এই বেদযজ্ঞের স্রোতে নিজেকে মিলাতে না পারা পর্যন্ত সকলেই তাঁর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন। বিচ্ছিন্ন হয়ে থাকলেই জীবের চৈতন্যও শ্রীরাম থেকে বিচ্ছিন্ন হয়েই বার বার উৎপন্ন হতে থাকে বিভিন্ন রূপ নিয়ে। জীব এই ভবসাগর  স্বরূপ যুদ্ধক্ষেত্রে শ্রীরাম থেকে যতক্ষণ বিচ্ছিন্ন হয়ে থাকেন ততক্ষণ তাঁকে বার বার রূপ পালটাতে হয়। অবশেষে বেদযজ্ঞের আশ্রয় লাভ করে শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হবার জন্য মানব দেহ লাভ করেন এবং ভবরোগ থেকে মুক্ত হবার জন্য উপযুক্ত পরিবেশ রচনা করে সদায় শ্রীরামচন্দ্রের শরণাগত হয়ে বেদযজ্ঞের সাগরে ডুবে যান। তাঁর কৃপা না হলে কেউ তাঁর দেওয়া উপযুক্ত পরিবেশে রয়েছেন এবং তিনিই সদা তার সাথে থেকে সমস্ত কর্ম – ধর্ম – বেদযজ্ঞ করে চলেছেন তা উপলব্ধি করতে সক্ষম হন না। তাই অহংকার এসে সব মাটি করে দিয়ে শ্রীরামচন্দ্র থেকে বিচ্ছিন্ন করে দেন। ওঁ রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম। 
Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide