[ বেদ যজ্ঞ করে অন্তরে শ্রদ্ধা- ভক্তি- প্রেমকে জাগ্রত করে এগিয়ে চলো।]
আমি সর্বভূতে আছি এই মহাসত্যকে জেনে আমার প্রতি
বিশ্বাস রেখে আমাকে ভয় করে চলতে শিখো। আমাকে ভয় করে চলতে শিখলেই তোমাদের মাথা
সর্বদা নত থাকবে। কোন অহংকার তোমাদের অন্তরে জাগ্রত হবে না। মাটির মানুষ মাটির
ন্যায় প্রাণবন্ত হয়ে সকলকে আপন হৃদয়ে ধারণ করে রাখার জ্ঞান ও শক্তি লাভ করবে।
সর্বভূতকে যখন আপন হৃদয়ে দেখতে পাবে তখন নিজেকেও দেখতে পাবে সর্বভূতের মধ্যে। তখন
নিজের প্রতি গভীর শ্রদ্ধা- ভক্তি- প্রেম জাগ্রত হবে সকলকে আপন করে জানার জন্যে ও
পাবার জন্যে। তুমি সকলকে শ্রদ্ধা- ভক্তি- প্রেমের দ্বারা যত আপন করে নিতে চাইবে;
তত সকলে তোমার প্রতি অবিশ্বাস এনে তোমার বিরুদ্ধে যাবে অংকের ধারাপাতের নিয়ম মেনে।
তুমি তাদের কপটতার শ্রদ্ধা- ভক্তি- প্রেমের জালে পড়ে নাজেহাল হয়ে পড়বে অংক মিলাতে
গিয়ে। তারা তোমাকে কিছুতেই শ্রদ্ধা- ভক্তি- প্রেমকে আশ্রয় করে প্রথম অবস্থায় এগিয়ে
আসতে দিবে না আমার কাছে। কিন্তু আমি সদায় রক্ষা করে যাবো তোমাকে আমার অদৃশ্য শক্তি দিয়ে—কেউ তা দেখতে পাবে না- কিন্তু তুমি উপলব্ধি করতে পারবে প্রতি পদে পদে। যত
আমার অদৃশ্য শক্তির লীলা খেলা তুমি অন্তরে উপলব্ধি করতে থাকবে তত আমার প্রতি ও
আমার সৃষ্টির প্রতি তোমার শ্রদ্ধা- ভক্তি- প্রেম- বিশ্বাস গভীর হতে থাকবে। তারপরে
চলতে থাকবে আমার পরীক্ষা নেওয়ার পালা একটার পর একটা তোমাকে জ্ঞানের জগতে আনার
জন্যে। জেনে রেখো পৃথিবীর সব মানুষ কপট মিথ্যাবাদী, অভিনেতা- অভিনেত্রী হতে পারে
কিন্তু আমি কখনো তাদের মতো হতে পারি না। তাই তোমরা আমাকে বিশ্বাস করো ---আমাকে ভয়
করো—আমার পথে এসে নিজেকে জানো আমার প্রতিনিধি রূপে—অন্তরে প্রেম- ভক্তি- শ্রদ্ধাকে
জাগ্রত করে। নিজেকে ভালবাসতে শিখো নিজের প্রতি বিশ্বাস দৃঢ় করো—নিজেকে শ্রদ্ধাশীল
রূপে গড়ে তুলো—নিজ আত্মার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেমের সম্পর্ক গড়ে তোলো। তারপর
বিশাল হয়ে বিশালত্বের সাথে এক হয়ে অধিষ্ঠান করো ও সবার গ্রহণযোগ্য হয়ে উঠো এই
পৃথিবীর বুকে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।