Home » » [ বেদ যজ্ঞ করে জেনে নাও মানুষের হৃদয় মন্দিরেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রাবিষ্ট থাকেন তাঁকে একমাত্র জাগ্রত করতে পারেন মা মহামায়া।]

[ বেদ যজ্ঞ করে জেনে নাও মানুষের হৃদয় মন্দিরেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রাবিষ্ট থাকেন তাঁকে একমাত্র জাগ্রত করতে পারেন মা মহামায়া।]


[ বেদ যজ্ঞ করে জেনে নাও মানুষের হৃদয় মন্দিরেই ভগবান বিষ্ণু যোগনিদ্রায় নিদ্রাবিষ্ট থাকেন তাঁকে একমাত্র জাগ্রত করতে পারেন মা মহামায়া।]
হে বিশ্বরূপিণী মহামায়া, যে কোনও স্থানে যা কিছু চেতন বা জড় বস্তু অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে হবে সে সকলের যে শক্তি তা আপনিই। সুতরাং কিরূপে আপনার স্তব করবো? যিনি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করেন, বিষ্ণু রূপে জগৎ পালন করেন এবং শিবরূপে জগৎ সংহার করেন, সেই পরমেশ্বরকেই আপনি আমার হৃদয় মন্দিরে নিদ্রাবিষ্ট করে রেখেছেন। তাঁকে আপনি ছাড়া কে জাগ্রত করতে পারবে? আপনি যদি কৃপা করে বেদ যজ্ঞের শক্তি বলে জগৎস্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগ্রত করেন তবেই এই জগতের মহাসুরদের বধ করা সম্ভব হবে—নচেৎ যুগ যুগ ধরে আমাদেরকে অসুরদের অধীনেই থাকতে হবেআমাদের মুক্তির পথ একমাত্র আপনিই। জয় মা দুর্গা।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide