[ বেদ যজ্ঞ করবে সদাশিবস্বরূপ আত্মা হয়ে মা দুর্গার সাথে এক হয়ে।]
বেদ যজ্ঞ করে অহংকার থেকে মুক্ত হতে পারলেই
স্বরূপের বিকাশ আপনিই ঘটে। যেমন মেঘমুক্ত হলে সদানন্দময় বিমল পূর্ণ চন্দ্রজ্যোতি
চারিদিক স্বয়ং উদ্ভাসিত করে তোলে। যজ্ঞ হলেন শিব আর বেদ হলেন মা দুর্গা। তাই যত্র জীব তত্র শিব।
ব্রহ্মা থেকে শেওলা পর্যন্ত সবই হল মিথ্যা উপাধি মাত্র। সুতরাং একাগ্রচিত্তে
আত্মধ্যান দ্বারা নিজের ভিতরের পরিপূর্ণ আত্মাকে দর্শন কর এই শিব- দুর্গা তত্ত্বকে
অন্তরে কবচরূপে ধারণ করে। সদায় এই কবচ ধারণ করে সততঃ চিন্তা করতে থাকো—আমি হলাম অকর্তা
অভোক্তা অবিকারী অব্যয় শুদ্ধ বুদ্ধ স্বরূপময় কেবলমাত্র সদাশিবস্বরূপ। জয় মা
দুর্গা।