Home » » বেদ যজ্ঞ করে জেনে নাও মা দুর্গার ত্রিশূল মানুষকে সকল প্রকার ভয় থেকে রক্ষা করে।

বেদ যজ্ঞ করে জেনে নাও মা দুর্গার ত্রিশূল মানুষকে সকল প্রকার ভয় থেকে রক্ষা করে।


[ বেদ যজ্ঞ করে জেনে নাও মা দুর্গার ত্রিশূল মানুষকে সকল প্রকার ভয় থেকে রক্ষা করে।]
মায়ের হাতের ত্রিশূল ওঁকার শক্তি স্বরূপ। সৃষ্টি –স্থিতি- লয় এই তিন শক্তি পূর্ণ ব্রহ্মময় শক্তিরূপে বিরাজ করেন মায়ের হাতের এই ত্রিশূলে। তাই এই ত্রিশূল অশুভশক্তির বিনাশের প্রতীক। প্রচণ্ড দীপ্তিমান, অতিতীক্ষ্ণ, অসংখ্য অসুরনাশক মায়ের হাতের ত্রিশূল তাঁর সন্তানদের এমনকি দেবতাদেরও রক্ষাকবচ স্বরূপ। দৈত্যতেজ হরণকারী এই ত্রিশূল মাতা যেমন পুত্রকে অমঙ্গল থেকে রক্ষা করেন তেমনি ত্রিশূল সকলকে সকল পাপ থেকে রক্ষা করেন। যে স্থানে- যে ঘরে মায়ের এই ত্রিশূল থাকে সেখানে ভয়ে কোন অশুভশক্তি ও অসুরশক্তি প্রবেশ করতে পারে না--- ত্রিনয়না মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকে তাঁর এই ত্রিশূলের উপর। তাই শক্তি যেখানে শান্তি সেখানে জেনে মায়ের শক্তি নিয়ে সবায় বেদ যজ্ঞ করে যাও—তাতেই তোমাদের সব অভীষ্ট পূরণ হবে এই মানব জীবনে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide