[বেদ যজ্ঞ করে জেনে নাও মা দুর্গার শক্তির কাছে কোটি কোটি অসুরের বংশধরেরা
তুচ্ছতি তুচ্ছ শক্তির অহংকার মাত্র।]
চণ্ড ও মুণ্ড নামক দৈত্যদ্বয় নিহত ও বহু
সৈন্য বিনষ্ট হলে প্রতাপশালী দৈত্যরাজ শুম্ভ ক্রোধাভিভুত হয়ে সকল দৈত্যদের
যুদ্ধসজ্জা করতে আদেশ দিলেন। তাঁর আদেশে ছিয়াশি জন উদ্যতাস্ত্র প্রধান দৈত্য
চতুরঙ্গ সৈন্যসহ, চুরাশি জন কম্বুকুলজাত দৈত্য নিজ নিজ সৈন্যসহ, কোটিবীর্য নামে
অসুরদের পঞ্চাশটি বংশ, ধৌম্রাসুরগণের একশতসংখ্যক বংশ, কালক, দৌহৃদ, মৌর্য, কালকেয়
বংশের অসুরগণ মা দুর্গার সাথে যুদ্ধে অবতীর্ণ হলেন। মা দুর্গা তাঁদের দেখে
অট্টহাস্য করতে লাগলেন ও সকলকে নিহত করে দেবতাদের রাজ্য দেবতাদের হাতে ফিরিয়ে
দিলেন। তাই মাতৃশক্তি জাগ্রত হলে এই পৃথিবীর বুকে যে কোটি কোটি অসুর তাঁদের সম্পদ-
অহংকার-পদ- রাজত্ব- বীরত্ব- শক্তি- অস্ত্রশস্ত্র নিয়ে দেব প্রকৃতির মানুষের প্রতি
অত্যাচার করছে ও পৃথিবীর বুকে সন্ত্রাস- আতঙ্ক কায়েম করেছে তা মুহূর্তের মধ্যে
ধ্বংস হয়ে যাবে। জয় মা দুর্গা