Home » » বেদ যজ্ঞ করতে থাকলেই মাত্রা বৃদ্ধি পেতে পেতে একদিন না একদিন সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ নীয়ে ফুটে উঠবেই।

বেদ যজ্ঞ করতে থাকলেই মাত্রা বৃদ্ধি পেতে পেতে একদিন না একদিন সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ নীয়ে ফুটে উঠবেই।

[ বেদ যজ্ঞ করতে থাকলেই মাত্রা বৃদ্ধি পেতে পেতে একদিন না একদিন সৎ সত্য- সুন্দর ও জ্যোতির্ময় নিয়ে ফুটে উঠবেই।]
  পৃথিবীর বুক থেকে কণা কণা জল বাস্পের আকারে ওপরে উঠে যায়- অদৃশ্য হয়ে যায়। সাময়িক অদৃশ্য হলেও একেবারে হারিয়ে যায় না। কালে ঐ কণাগুলি একত্রিত হতে হতে মন কৃষ্ণ মেঘের আকার নেয়। কিন্তু তখনও বৃষ্টি নামে না। ঐ মেঘকে পাহাড় পর্বতে ধাক্কা খেতে হবে বা নীচের শৈত্যময় পরিবেশের সংস্পর্শে আসতে হবে তবেই বর্ষণ হবে। একই নিয়ম ধরে বেদ যজ্ঞ করার ফলে মাত্রায় মাত্রায় জমা হতে থাকে বিশাল কৃষ্ণরসের মেঘ। সময় হলেই সেই মেঘ অমৃত হয়ে বর্ষিত হতে থাকে সৃষ্টিকে নব রূপ দান করার জন্যে। বেদ যজ্ঞ না করলে মানুষ কিভাবে নিজের রূপের পরিবর্তন ঘটাবে? কিভাবেই বা নিজের সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ নিয়ে মেঘের ন্যায় অমৃত বর্ষণ করবে সবার মঙ্গলের জন্যে? ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide