Home » » বেদ যজ্ঞের মাধ্যমে কেবল আমাকেই জেনে তোমরা অন্তরে ব্রহ্মজ্ঞানের বাতি জ্বালাও ।

বেদ যজ্ঞের মাধ্যমে কেবল আমাকেই জেনে তোমরা অন্তরে ব্রহ্মজ্ঞানের বাতি জ্বালাও ।

[ বেদ যজ্ঞের মাধ্যমে কেবল আমাকেই জেনে তোমরা অন্তরে ব্রহ্মজ্ঞানের বাতি জ্বালাও।]
আমার জ্ঞান- বিজ্ঞানের ধারা যার অন্তরে প্রবাহিত হয় আমি তার অন্তরকে পবিত্র ও সহজ –সরল করে দিই। তার অন্তরে আমি সহজ সরল ভাষা দান করি—যাতে তার ভাষা সকলে সহজে বুঝতে পারে ও তার কথা বিশ্বাস করে আমার জ্ঞান-বিজ্ঞানের ঘরে আসতে পারে।
   আমি যাকে জ্ঞান দান করি—আমি তার অন্তর কেড়ে নিই। তার জীবন আমার জীবন হয়ে উঠে। এই জ্ঞান সারা বিশ্বের সমস্ত সম্পদ অপেক্ষা মুল্যবান তার কাছে। সাধারণ মানুষ এই জ্ঞানের মুল্য উপলব্ধি করতে পারে না। তাদের কাছে জ্ঞান উপহাসের পাত্র হয়ে বিরাজ করে।
মানুষ অজ্ঞানের কারণে জ্ঞান সাগরে ডুব না দিয়ে লৌকিক ধর্ম সাগরে ডুব দিয়ে বিষ পান করে। একবার এই লৌকিক ধর্মের বিষ পান করলে তাকে ছেড়ে আর আমার সান্নিধ্যে আসতে দ্বিধা বোধ করে। সব লৌকিক ধর্ম ছেড়ে যখন মানুষ জ্ঞান সাগরে স্নান করে পবিত্র হয়ে আমার কাছে আসে তখনি আমি তাকে জ্ঞান দান করি ও আমার জ্ঞান-বিজ্ঞানের রাজত্বে প্রবেশের ছাড়পত্র দিই। ওঁ শান্তি শান্তি শান্তি।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide