Home » » বেদ যজ্ঞ করে তোমরা যোগ -ধ্যান শিখে আমার সাথে যুক্ত হও ।

বেদ যজ্ঞ করে তোমরা যোগ -ধ্যান শিখে আমার সাথে যুক্ত হও ।

[বেদ যজ্ঞ করে তোমরা যোগ- ধ্যান শিখে আমার সাথে যুক্ত হও।]
   তোমরা যতই নাস্তিক হও না কেনো—ভুলে যেও না  সেই কথা  যে স্রষ্টার সাথে তোমরা যুক্ত আছো- ছিলে ও থাকবে—এই বাঁধন ছিঁড়ে পালাবার কারোও পথ নেই। এই পরম সত্যটাকে জেনে নিজের কর্তব্য করাটাই হচ্ছে তোমাদের জীবনের যোগ শিক্ষা। অনন্ত বিশ্বের অণু- পরমাণুর সাথে আমাদের সবারই যোগাযোগ হয়ে রয়েছে—তাই এখানে কেউ একে অপরের থেকে বিচ্ছিন্ন নও – এটা জেনে ধ্যান বা চিন্তা কর তাহলেই অন্তর বেদ খুলে যাবে। অন্তর বেদ খুলে গেলেই দেখতে পাবে তোমরা সর্বদা আমার সঙ্গে যোগাযোগেই রয়েছো—কেউ তোমরা আমার থেকে বিচ্ছিন্ন নও। আমরা এই যে বিশাল ব্রহ্মাণ্ডে সকলের সাথে যোগাযোগে যুক্ত হয়ে রয়েছি এই বোধটাই হচ্ছে তোমাদের জীবনের যোগ প্রক্রিয়া। এই যোগ অভ্যাস করে বেদ যজ্ঞ করে যাও তবেই তোমরা অভাব মুক্ত জীবন পাবে। নিজের ভিতরে আত্মস্থ হয়ে ধ্যানের মাধ্যমে নিজেকে আমার সাথে যোগ করে আমার সাথে যোগাযোগ করো তাহলেই মহাসত্য তোমার চোখের সামনে ভেসে উঠবে--- এই মহাসত্যই হলো তোমাদের জীবন বেদ। ওঁ শান্তি শান্তি শান্তি।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide