[মাগো তাঁর
প্রেমে পাগল আমি]
মাগো, আমি যারে চোখে দেখেনি
তার
প্রেমে পড়েছি।
তার প্রেমে পড়ে আমি
পাগল হয়েছি।।
কে শুনালো মোরে মাগো
সেই পাগল করা কৃষ্ণ নাম।
কানের ভিতর দিয়া মরমে পশিলো গো
আকুল করিল মোর প্রাণ।।
না জানি কি যাদু আছে
সেই কৃষ্ণ নামে।
নাম শুনেই পড়েছি মাগো
আমি তার প্রেমে।।
কিছুই ভালো লাগেনা
মাগো
তার প্রেম ছাড়া।
লোকে আমায় পাগল বলে
বলে ছন্নছাড়া।।
এমন প্রেমের মধু মাগো
কেন খে্তে গেলাম।
তার প্রেমে পড়ে মাগো
সবকিছু হারালাম।।
বিশ্বমানব শিক্ষার পথ
পেয়ে মাগো
গেলাম সেই পথে।
নিজেকে হারালাম এখন
গিয়ে তার সাথে।।
মাগো আমি যারে চোখে
দেখিনি
তার প্রেমে পড়েছি।
তার প্রেমে পড়ে আমি
পাগল হয়েছি।।


