[ বেদ যজ্ঞ করে বাসনা মুক্ত হয়ে মুক্তির আনন্দে ছুটে চলো বেদের আলো নিয়ে।]
মিথ্যা সংসারকামনার জ্বালা যন্ত্রণা তোমাদের
কি ভাবে বেঁধে রেখেছে জন্মান্তর ধরে তা তোমরা আগে বেদ যজ্ঞ করে জেনে নাও। এই বেদ
যজ্ঞ না করলে তোমরা সুদীর্ঘ কালের অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে পারবে না।
বাসনাযুক্ত হওয়ায় হল তোমদের মনের বন্ধন আর সম্যক বাসনাত্যাগই হল তোমদের জন্যে
মুক্তি। সত্যের সম্যক আলোচনা দ্বারা বাসনা থেকে মুক্ত হতে হয়—এই বাসনা বিলীন হলেই
চিত্তে শান্তি আসে। ইন্ধনের অভাবে যেমন প্রদীপ নিভে যায় তেমনি বেদ যজ্ঞে যদি তোমরা
ইন্ধন না যোগাও তবে তোমাদের যজ্ঞের আগুন নিভে যায়—আর এই যজ্ঞের আগুন না জ্বললে
অন্ধকারে কিভাবে সত্যকে দেখবে? তোমাদের যজ্ঞ করার জন্যে সবকিছুই রয়েছে অথচ তোমরা
এই পবিত্র যজ্ঞ করছো না—তাই তোমরা অন্ধকার থেকে কিছুতেই আলোর দিকে গিয়ে সত্যকে
দর্শন করতে পারছো না। হরি ওঁ তৎ সৎ।