Home » » বেদ যজ্ঞ করে অন্তরের গভীর সমুদ্রে ডুব দাও রত্ন তোলার জন্যে ।

বেদ যজ্ঞ করে অন্তরের গভীর সমুদ্রে ডুব দাও রত্ন তোলার জন্যে ।

[ বেদ যজ্ঞ করে অন্তরের গভীর সমুদ্রে ডুব দাও রত্ন তোলার জন্যে।]
জীবন সমুদ্রের উপরে স্নান করে কী করবে? নোনাজলে স্নান করে পবিত্র হতে পারবে কি? নোনাজলের ফেনা তোমার জীবনকে বিষাক্ত করে তুলবে। কিছুই পাবেনা এই সমুদ্রে গা ভাসিয়ে। যদি রত্ন পেতে চাও তবে জীবন সংসারের গভীরে ডুব দাও ডুবরী হয়ে। সেখান থেকে মহামূল্যবান রত্নরাজি উত্তোলন করে নিয়ে এসো। সেই রত্নরাজির পাহাড় বানাও—দেখো তুমি কত ধনী হয়ে উঠেছ মানব সমাজে।যতক্ষন না তুমি জীবন সাগরের গভীরে ডুব দিতে পারছো ততক্ষন তুমি এক কানাকড়িরও মালিক হতে পারবেনা এই স্বপ্নময় জগত সংসারেতোমাকে পরের ধনে পোদ্দারি করতে হবে সারাজীবন। পরের ধন নিয়ে মাতব্বরি করতে করতেই তোমার স্বপ্ন ভেঙ্গে যাবে। তখন দেখবে তোমার নিজস্ব সম্পদ কিছুই নেই। কেউ তোমাকে ধার দেবে না জীবন গড়ার জন্যে নূতনভাবে। তোমরা বিশ্বমানব কর্মী হয়ে এসেছো জীবনের গভীর সমুদ্রে ডুবুরি হয়ে ডুব দিয়ে রত্ন তোলার জন্যে। সাত সমুদ্র, সাতলোক, সাততীর্থ ও সাত সুর তোমাদের অন্তর জগত তৈরি। তোমাদের মনকে শান্ত করে, সেই মন নিয়ে ডুব দাও সাগরে, দেখতে পাবে একটার পর একটা রত্ন ওঠে আসছে তোমার হাতে। ধীরে ধীরে সপ্ত লোক, সপ্ত তীর্থ, সপ্ত সুর তোমার হাতের মূঠোয় চলে আসবে। স্বপ্নের জগত সংসার থেকেই গড়ে উঠতে থাকবে তোমার দিব্যরূপ জেগে উঠার জন্যে। সম্পদহীন মানুষের কোনো লোকে স্থান নেই। তাই তোমরা এমন সম্পদের মালিক হও—যে সম্পদ দেখে সকলে তোমাদের ধনী বলে মান্য করে। ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পদ রয়েছে ঈশ্বরের জ্ঞান- বিজ্ঞানের ঘরে। সেই ঘর যুক্ত ব্রহ্মাণ্ডের সমস্ত  সৃষ্টির সাথে। আবার তোমার অন্তর যুক্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান-বিজ্ঞানের ঘরের সাথে। তাই চিন্তা শক্তি পেয়েছ, চেতনা বাড়িয়ে যাও—জাগ্রত হবার স্বপ্ন দেখো রত্ন ভাণ্ডার হাতে নিয়ে।  

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide