Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১১/ ১১/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১১/ ১১/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১১/ ১১/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে যাও তাহলে তোমরা কখনো ঘোর বিভ্রান্তির মধ্যে পড়বে না।]
 যারা বেদ ভগবানকে অস্বীকার করে বেদ যজ্ঞকে উপহাস করে, তাদের কর্মের দৃষ্টান্ত ভস্ম বা ছাই। তাদের বিশাল কর্মকাণ্ডের ফল ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে এসে উড়িয়ে কোথায় নিয়ে গিয়ে ফেলবে তা কেউ জানে না। তাদের জীবনের উপার্জন সেদিন কোন ভাল কাজে লাগাবার আর পথ থাকে না। এটাই হচ্ছে বেদবিহীন জীবনের কর্মফল। তাই বিভ্রান্তির মধ্যে গিয়ে জীবন নষ্ট করে লাভ কি? যখন জেনেই গেছো বেদই হচ্ছে মানব জীবনের উৎস, তখন বেদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বেদবিহীন জীবন অতিবাহিত করতে যাবে কেনো? তোমার অন্তরের বেদ ভগবান সর্বজ্ঞ, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, তাঁকে অবজ্ঞা করলেই তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে অতি মাত্রায় সীমালঙ্ঘনকারী ও অকৃতজ্ঞ হয়ে পড়বে। নিজের জীবন বেদের কিছুই উপলব্ধি করতে পারবে না। জয় বেদ যজ্ঞের জয়।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide