Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৩/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৩/ ১০/ ২০১৬

 বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৩/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ গ্রহণ করবে সকলের হিতসাধনের জন্য।]
 বেদযজ্ঞকারী একটি বিশাল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত বিশ্বপ্রকৃতির সকলে। মুখ যেমন একাই খাদ্য গ্রহণ করলেও তার কার্য দ্বারা সর্বাঙ্গের পুষ্টিসাধন হয়, তেমনি প্রতিষ্ঠানের দলনেতারও আচরণ হবে সতত সবার হিতসাধনের উদ্দেশ্যেই সাধনা করা। নিজের ও নিজের পরিবারের হিতসাধনের জন্য মানুষ যত চিন্তা করবে ততই সে সংকীর্ণ হয়ে বিভিন্ন বেড়াজালে আবদ্ধ হয়ে অসুস্থ ও দুর্বল হয়ে পড়বে। আর যখনি মানুষ নিজেকে একটি বৈদিক প্রতিষ্ঠান ভেবে বিশ্বপ্রকৃতির দিকে নজর দিয়ে বেদযজ্ঞ করতে থাকবে তখন সে বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে সকলের হয়ে যাবে। মানুষ যখন নিজেকে একটা পবিত্র প্রতিষ্ঠানে পরিণত করেন তখন সেই প্রতিষ্ঠান দৈবীশক্তির সাথে যুক্ত হয়ে কেবল সকলের মঙ্গলসাধন করার জন্যই প্রাণবন্ত হয়ে থাকেন। আমাদের ঈশ্বর হচ্ছেন এমন এক প্রাণবন্ত শক্তিশালী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যুক্ত সকলেই এবং সকলেই এই প্রতিষ্ঠানের সদস্য হয়ে অনন্তকাল ধরে নিজ নিজ স্বভাব ও চরিত্র অনুসারে কর্ম করে চলেছেন।  ওঁ রাম শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম। 

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide