Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ০৯/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ০৯/ ১০/ ২০১৬


বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৯/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদমাতা দুর্গার আশীর্বাদ বলে বেদযজ্ঞ করেই আমরা জানতে অজানতে বেঁচে আছি এই ভারতভূমিতে নিজের ধর্ম নিয়ে।]

 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আগলে রাখেন বেদমাতা দুর্গা। মা দুর্গার বিভিন্ন রূপ আমাদের হৃদয়মন্দিরকে আলোকিত করে রাখে বেদমন্ত্রের দ্বারা। আমরা যে মা উচ্চারণ করি সেটাও বেদ মন্ত্র। তাই কোন চিন্তা নাই, আমরা বেদের মন্ত্র ভুলে গেলেও বেদমাতার করুণায় এই ভারতের মাটিতে বেঁচে আছি। অশেষ প্রকারে যুগ যুগ ধরে অত্যাচারিত, লাঞ্ছিত ও বিশ্বের অন্য ধর্মকর্তৃক ধর্মান্তরের অবিরাম প্রচেষ্টা সত্ত্বেও বেদমাতা দুর্গার সিংহাসন কেউ টলাতে পারেনি। বর্তমানে তথাকথিত ধর্ম- নিরপেক্ষ রাষ্ট্রের চরম অবহেলা সত্ত্বেও বেদমাতার সন্তানরা মরে যান নি, তাঁরা এখনো হিন্দু পরিচয়ে জীবনধারণ করছেন সারা বিশ্বে বৈদিক রীতি- নীতি মেনে বেদমন্ত্র প্রতিদিন উচ্চারণ করে। আজ আমাদের আনন্দ ও গৌরবের বিষয় বেদমাতা দুর্গা কৈলাশ থেকে নেমে সারা বিশ্বে নিজের সিংহাসন করে নিয়েছেন। এটা সম্ভব হয়েছে একমাত্র বেদমাতা ও বৈদিক ঋষিদের কৃপাবলে। তাই আমরা যেন বেদমাতা দুর্গার কথা ভুলে না যায়। বিশ্বের যেস্থানেই যাই না কেনো তিনি আমাদেরকে অসীম স্নেহে ধরে রাখেন। তাই এখনো আমাদের মায়েরা দুর্গা দুর্গা দুর্গা নাম উচ্চারণ করে সন্তানদের মঙ্গল কামনা করেন।আজ শুভ অষ্টমী মায়েরা নিজ নিজ সন্তানকে দেশমাতার বীর সন্তানরূপে দেখার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করেন। জয় মা দুর্গা। 
Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide