বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৭/ ১০/ ২০১৬ স্থানঃ –ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে তোমরা ব্রহ্মময়ী মা দুর্গাকে বরণ
করে করে নাও, তাহলেই কাম ও কালের বিশ্বগ্রাসী তাপ থেকে মুক্ত থাকবে।]
মা দুর্গা হলেন ব্রহ্মযোনি। তিনিই
ব্রহ্মাণ্ডের সকলের রূপদাত্রী। তাঁর জ্যোতি তেজোময় হয়ে সকলকে তেজ দান করছেন। তাঁর
মাধুর্য প্রেমময় তাই তিনি সকলকে নিজের বক্ষে প্রেম দিয়ে টেনে নিচ্ছেন। তাঁর
চক্ষুতে এতো মধুরতা যে তিনি দৃষ্টি দিয়েই সকলকে নিজের দিকে আকর্ষণ করে চলেছেন।
তিনি কৃপাময়ী হয়ে এই ধরায় আসছেন সকলের ভাণ্ডার তাঁর কৃপা দিয়ে পূর্ণ করে দেবার
জন্য। আসুন আজ মহাষষ্ঠীর এই শুভদিনে আমরা সকলে মাকে নিজের মতো করে বরণ করে নিই।
আমরা মাকে আমাদের ঘরে যেমন করে বরণ করে নিবো মাও কিন্তু আমাদেরকে তেমনিভাবেই বরণ
করে কোলে তুলে নিবেন। তাঁর অপরিসীম বিভূতি- ঐশ্বর্য থেকে তিনি কাউকে বঞ্চিত করেন
না। তাঁর বিভূতি – ঐশ্বর্য ও বৈভব নিয়েই আমরা ভারতবর্ষের সুন্দর রূপকে সারা বিশ্বে
তুলে ধরি। দেশমাতৃকায় আমাদের ঘরের মেয়ে মা উমা, আবার দেশমাতৃকায় আমাদের মা দশভুজা।
জয় মা দুর্গা।



