বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৬/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞে ওঁ কং খং গং ঘং মন্ত্র আহুতি দিয়ে
আনন্দলোকে আবস্থান করো।]
বেদ যজ্ঞ করবে দুঃখের জগৎ থেকে মুক্ত হয়ে
আনন্দময় জগতে অবস্থান করার জন্য। ওঁ কং মন্ত্রের দ্বারা সৃষ্টি- স্থিতি- বিনাশের
মধ্যে পরম সুখভোগ করতে থাকো বেদ যজ্ঞের মাধ্যমে। ওঁ খং মন্ত্রের দ্বারা সৎ- চিদ-
আনন্দকে উপভোগ করতে থাকো নিজ চিদাকাশে। ওঁ গং মন্ত্রের দ্বারা পরমজ্ঞানজ্যোতিকে
দর্শন করে ধীরস্থির হয়ে অবস্থান করো উজ্জ্বল নক্ষত্রের ন্যায় মহাকাশে। ওঁ ঘং
মন্ত্রের দ্বারা মহাশক্তির কোলে অবস্থান করো এবং নিজের রূপের মধ্যেই অনন্ত
ব্রহ্মকে দর্শন করে পরমতৃপ্তি লাভ কর। তাই যারা জ্ঞানী পুরুষ তাঁরা সদায় পবিত্র
মনে ঋষিদের ন্যায় ওঁ কং খং গং ঘং মন্ত্র বেদ যজ্ঞে আহুতি দিয়ে নিজের গতি বৃদ্ধি
করে চলেন এবং মন্ত্রশক্তিকে সদায় প্রাণবন্ত করে ধরে রাখেন। এই মন্ত্র শক্তিই
তাঁদেরকে ভবরোগ অর্থাৎ জন্ম- মৃত্যুর বন্ধনের দুঃখ থেকে মুক্ত রাখে। ওঁ রাম
শ্রীরাম জয় জয় রাম। রঘুপতি রাঘব রাজা রাম।