বেদ যজ্ঞ সম্মেলনঃ—২২/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদ যজ্ঞ করে ভাল ভাল কথা বললে বা শুনলেই
জীবনের সঞ্চয় বাড়তে থাকে, সেই সঞ্চয় নিয়েই মানুষকে পরকালের জীবন গড়তে হয়।]
ইহকালে যারা বেদযজ্ঞ করে বেদ ভগবানের প্রতি দৃঢ়
বিশ্বাস নিয়ে চলে, তাদের পরকালের জীবন গড়া নিয়ে কোন মাথা ব্যাথা থাকে না। কারণ
তারা বেদযজ্ঞ করতে করতেই শেষ নিশ্বাস ত্যাগ করে এবং সেই চৈতন্যময় নিশ্বাসের উপর ভর
করেই নব জীবন পেয়ে যায়। তাদেরকে পীড়াদায়ক কোন যন্ত্রণায় ভোগ করতে হয় না। অপরদিকে
যারা বেদ যজ্ঞের মাধ্যমে নিজেকে অমর আত্মারূপে না জেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে
তাদেরকে পীড়াদায়ক যন্ত্রণা ভোগ করতে হয় পরকালে নব জীবন লাভ করতে গিয়ে। তাই ইহকালেই
মানুষকে সঞ্চয় করতে হয় পরকালের জীবন গড়ে তোলার সামগ্রী। এখন মানুষ যদি সৎ ও পবিত্র
জীবন ছেড়ে অপবিত্র, হিংসা- বিদ্বেষ, সত্যের প্রতি শত্রুতা, দুষ্ট মানসিকতাময়
আবর্জনাপূর্ণ জীবন- যাপন করতে থাকে, তবে কিভাবে সে পরকালের নব জীবন সুন্দরময় আশা
করতে পারে? স্বাভাবিকভাবে এ জীবনের পুণ্য সঞ্চয় দ্বারাই মানুষকে পরবর্তী জীবন গড়তে
হবে এই চিন্তা করেই কেবল ভাল কাজ করতে হয়। হরি ওঁ তৎ সৎ।