Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২০/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ২০/ ১০/ ২০১৬


বেদ যজ্ঞ সম্মেলনঃ—২০/ ১০ / ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞ যত করবে ততই তোমাদের অন্তর নরম ও দয়াবান হয়ে উঠবে সবার মঙ্গলের জন্য।]
 বেদ যজ্ঞ করে তোমাদের অন্তর যত নরম ও দয়াবান হবে ততই তোমরা আত্মরক্ষার সহজ পথ পেয়ে যাবে। যারা নিজেদের জীবন দয়া দিয়ে ধুয়ে পরিষ্কার করে তাদের অন্তর বড় স্বচ্ছ হয়। স্বচ্ছ অন্তরে পূর্ণ চাঁদের উদয় হয় অভিনব চৈতন্য নিয়ে। এই চৈতন্যের কাছে এই পার্থিব জগতের সব ছায়া বা রূপ বিনয় প্রকাশ করতে বাধ্য হয়। যে যতই জুলুমবাজি, মিথ্যা অহংকার দেখাক না কেনো বিচারকের সামনে দাঁড়িয়ে আর তার কোন শক্তিই কাজ করে না। যাদের অন্তর নরম ও দয়ায় পরিপূর্ণ তাদের দ্বারা কোনস্থানেই কোনকালে অন্যায় কাজ হতে পারে না। আর যারা অন্যায় কাজ করে না তাদেরকে বিচারকের সামনে হাজির হতেও হয় না। জয় বেদ যজ্ঞের জয়।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide