Home » » বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৮/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ১৮/ ১০/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৮/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোরশালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ –[ বেদ যজ্ঞ করে ক্রোধ উপহাস সকল পরিহার করে কেবল নিজের পদমর্যাদা রক্ষা করে কর্তব্য কর্মই করে চলবে।]
 বেদ যজ্ঞ করবে নিজের বিবেকের উপর ভর করে। কাউকে পরিতৃপ্ত করার জন্যও উপহাস- পরিহাসের পথে যাবে না। অপরের কামনা- বাসনা পরিতৃপ্ত করতে গিয়ে কেনো অপরাধ করতে যাবে? নিজের চাহিদা প্রতিনিয়ত যারা কমাতে থাকে বিবেকের উপর ভর করে তারাই শেষে কামনা- বাসনা- চাহিদাশূণ্য সত্তা হয়ে যায়। পরিশেষে এই শ্রেণির মানুষরাই যেকোন পরিবেশে আনন্দময় জীবনের অধিকারী হয়ে মুক্ত পুরুষ রূপে গণ্য হন। পার্থিব জগতের যে কোন দুঃখের মূলে মানুষের কামনা- বাসনা কাজ করে। যাদের অন্তরে সদা দুঃখ তারা কিভাবে নিজের পদের মর্যাদা রক্ষা করবে? যারা নিজের পদের মর্যাদা রক্ষা করতে পারে না তারা কখনো অপরকে শ্রদ্ধা করতেও পারে না। আর যাদের অন্তরে শ্রদ্ধা নেই তারা জ্ঞান লাভ করতেও সক্ষম হয় না। শ্রদ্ধাহীন ব্যক্তিকে বেদযজ্ঞ করার কথা বলতে যাওয়ার অর্থ বেদকে উপহাস করা। যারা সত্যমুখী না হয়ে জগৎমুখী হয়ে চলে তারা তো কোনদিন নিজের জীবন সত্যকে জানতে পারবে না। জীবন সত্য যে বেদসুত্রের সাথে যুক্ত তাকেই জানতে হবে এই জগৎমুখী মোহ থেকে—এই জগৎমুখী মোহই মানুষকে ক্রোধী- লোভী ও উপহাস প্রবণ করে তোলে। জয় বেদ যজ্ঞের জয়।  

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide