বেদ যজ্ঞ সম্মেলনঃ—১২/ ১০/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে আত্মজ্যোতির ধ্যান করলেই বেদের
রহস্যবিদ্যা লাভ করে মুক্ত হয়ে যাবে।]
দেহের মধ্যে আত্মা অন্ধকারময় নন, তিনিই একমাত্র
জ্যোতির্ময়। এই জ্যোতির্ময় আদিত্যকে জানার জন্য তাঁরই ধ্যান বা চিন্তা করতে হবে। হংস বা সোহহম তত্ত্ব
অনুভবের দ্বারা যে ভর্গ বা মহাসূর্যের আভাস পাওয়া যায়, তা হল পরম জ্যোতির্ময়। সেই
মহাসূর্যজ্যোতিঃ হলেন আমারই ভিতরে অধিষ্ঠিত শিব। বেদ যজ্ঞ করে এই শিবকে জানলেই
বেদের রহস্যবিদ্যা লাভ করে মুক্ত হওয়া যায় ভবরোগ বা জন্ম- মৃত্যুর বন্ধন থেকে। হরি
ওঁ তৎ সৎ।



